গোয়ার জার্সি উদ্বোধনে আজ হয়তো কোহলি
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর এ বার ইন্ডিয়ান সুপার লিগের সঙ্গে জুড়তে চলেছে আর এক ক্রিকেটার বিরাট কোহলির নাম। সব ঠিকঠাক চললে এফ সি গোয়ার ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসাবে আজ মঙ্গলবার মুম্বইতে আত্মপ্রকাশ ঘটতে চলেছে কোহলির। টিমের জার্সি প্রকাশ অনুষ্ঠানে কোচ জিকো, আইকন ফুটবলার রবার্ট পিরেজের সঙ্গে উপস্থিত থাকার কথা তাঁর। ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের সদস্য পিরেজ সরাসরি মুম্বইতে চলে আসবেন আজই। চমক দেবেন বলে গোয়ার কর্তারা কোহলির ব্যাপারটি নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে চাইছেন না। দলের অন্যতম কর্তা আলবার্তো কোলাসো গোয়া থেকে হাসতে হাসতে বললেন, “হয়তো বিরাট থাকবে মুম্বইয়ের অনুষ্ঠানে। একটু অপেক্ষা করুন সব দেখতে পাবেন।” খোঁজ নিয়ে জানা গেল, ফুটবলপ্রেমের জন্যই গোয়ার টিম ম্যানেজমেন্ট ধোনির টিমের তারকা ক্রিকেটারকে বেছেছেন তাদের দূত হিসাবে। গোয়া যদি কোহলিকে ফুটবল মাঠে নামিয়ে দিতে পারে তা হলে তিনিই হবেন প্রথম ক্রিকেটার যিনি খেলতে খেলতেই চলে এলেন আই এস এলে। কোহলি মাঠে নামার আগেই অবশ্য নেমে পড়লেন ইতালির বিশ্বকাপজয়ী দলের সদস্য মার্কো মাতেরাজ্জি। এ দিনই সরকারিভাবে আত্মপ্রকাশ করল আই এস এলের আট নম্বর দল চেন্নাই। টিমের নাম ঘোষণা ও জার্সি প্রকাশ অনুষ্ঠানে মাতেরাজ্জি ছিলেন। চেন্নাইয়ান এফ সি-র জার্সির রং হচ্ছে হলুদ। চেন্নাইয়ের অন্যতম মালিক বলিউড তারকা অভিষেক বচ্চন বলেছেন, “আইএসএল আমাকে ফুটবলের সঙ্গে আষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে দিয়েছে। অ্যাকাডেমি এবং ছোটদের নিয়ে কাজ করার সুযোগ এনে দিয়েছে।”
ভারত ‘এ’ দলের ক্যাপ্টেন মনোজ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দু’টি প্রস্তুতি ম্যাচে ভারত ‘এ’-র ক্যাপ্টেন হলেন মনোজ তিওয়ারি। ফলে বাংলার হয়ে চণ্ডীগড়ে তাঁর প্রস্তুতি টুর্নামেন্টে নামাও অনিশ্চিত হয়ে পড়ল। ৩ ও ৫ অক্টোবর দু’টি সীমিত ওভারের ম্যাচ মুম্বইয়ে। এই দুই ম্যাচে ভাল পারফরম্যান্স করতে পারলে বিশ্বকাপের আগে নজরে পড়তে পারেন মনোজ। তাই ম্যাচের কয়েক দিন আগেই মুম্বইয়ে গিয়ে প্র্যাকটিস করতে চান। ফলে বাংলার হয়ে চণ্ডীগড়ে জে পি আত্রে মেমোরিয়াল ক্রিকেটে তাঁর খেলা অনিশ্চিত হয়ে পড়ল। সোমবার রাতে সিএবি সূত্রে জানা গেল মনোজকে ছাড়া চণ্ডীগড়ে গেলে বাংলার নেতৃত্ব দেবেন হয়তো অশোক দিন্দা। এ দিন এই খবর শুনে সিএবি যুগ্মসচিব সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “মনোজের এটা প্রাপ্যই ছিল। দেখা যাক, চণ্ডীগড়ে হয়তো ওর জায়গায় অন্য কেউ যাবে। দু-এক দিনের মধ্যেই সেটা ঠিক করব।”
আবার হেরে বিদায় সুনীলদেরও
দেড় কোটি টাকা জলেই গেল সরকারের। মেয়েদের পর ইনচিওন এশিয়ান গেমস থেকে বিদায় নিলেন সুনীল ছেত্রীরাও। দু’ম্যাচে সাত গোল হজম করে। গ্রুপের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির কাছে ০-৫ হারের পরে সোমবার জর্ডানের কাছে ০-২ গোলে হারল কোভারম্যান্সের ভারত। এ দিন দলে দু’টো পরিবর্তন করেছিলেন জাতীয় কোচ। লেন ও লালরিন্দিকা। কিন্ত তাতেও কোনও লাভ হয়নি। ম্যাচ শুরুর সতেরো মিনিটের মধ্যেই সুভির গোলে ১-০ করে ফেলে জর্ডন। বিরতির আগে অবশ্য আর কোনও অঘটন ঘটেনি। তবে ডিফেন্সের ভুলে ম্যাচের ৬৮ মিনিটে ২-০ করে ফেলে জর্ডান। সুনীলরা গোটা ম্যাচে সে ভাবে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেননি। এই ব্যর্থতার জেরে কোভারম্যান্সের চাকরি যায় যায়। ডাচ কোচকে সরানোর দাবিতে ইতিমধ্যেই সরব হয়েছে কিন্তু ফুটবলমহল।
পূর্বাঞ্চলে বাংলার এগারো সোনা
রাঁচিতে পূর্বাঞ্চল শুটিংয়ে বাংলার শুটারদের জয়জয়কার। মোট এগারোটি সোনা জিতে ফিরলেন বাংলার শুটাররা। শুভজিৎ চক্রবর্তী ও জয়শ্রী দাস দু’টি করে সোনা জেতেন। শ্রীরামপুর রাইফেল ক্লাবের শুভজিৎ ফ্রি রাইফেল প্রোন ও ফ্রি রাইফেল থ্রি পজিশনে সেরা হন ও একই ক্লাবের জয়শ্রী মেয়েদের এয়ার রাইফেলে সিনিয়র ও জুনিয়র দুই বিভাগেই সোনা জেতেন। মেয়েদের স্পোর্টস রাইফেল প্রোনে রুনা সেনগুপ্ত সিনিয়রে ও সোহিনী সান্যাল জুনিয়রে সোনা জেতেন। মেয়েদের স্পোর্টস রাইফেল থ্রি পজিশনে অঙ্কিতা গুপ্ত ও জুনিয়রে চন্দ্রা সাবুই সোনা পান। ছেলেদের এয়ার রাইফেলে বিবস্বন গঙ্গোপাধ্যায়, পিস্তলে অর্জুুন দাস ও ফ্রি রাইফেল প্রোন জুনিয়রে সায়নদীপ চট্টোপাধ্যায় সোনা পান।
মারের সামনে সোমদেব
চিনে শেনজেন ওপেনে দ্বিতীয় রাউন্ডে অ্যান্ডি মারের মুখোমুখি সোমদেব দেববর্মন। প্রথম রাউন্ডে স্থানীয় ওয়াইল্ড কার্ডধারী জিন গাওকে ৬-৩, ৪-৬, ৬-৪ হারিয়ে এ বছর পেশাদার ট্যুরে নিজের মাত্র সপ্তম জয় পান সোমদেব। দ্বিতীয় বাছাই মারে প্রথম রাউন্ড ‘বাই’ পান। দু’জনে আগে এক বারই খেলেছেন। ২০১১ যুক্তরাষ্ট্র ওপেনে প্রথম রাউন্ডে। সোমদেব লড়ে স্ট্রেট সেটে হারেন।
রায়না ডোবালেন ডলফিন্সকে
সুরেশ রায়নার ঝোড়ো ব্যাটিং (৪৩ বলে ৯০) আর মোহিত শর্মার দুরন্ত বোলিংয়ে (৪-৪১) চ্যাম্পিয়ন্স লিগে ৫৪ রানে জিতল চেন্নাই সুপার কিংস। সোমবার ডলফিন্সের বিরুদ্ধে রায়না ছাড়াও ব্রেন্ডন ম্যাকালাম (২৯ বলে ৪৯), রবীন্দ্র জাডেজার (১৪ বলে ৪০) ব্যাটিংয়ের জোরে ২৪২-৬ তুলেছিল সিএসকে। জবাবে কুড়ি ওভারে ১৮৮ রানে থেমে যায় ডলফিন্সের ইনিংস। দুটি করে উইকেট পান আশিস নেহরা ও ডোয়েন ব্র্যাভো।
বড়িষার নাবালিয়াপাড়া ইউনাইটেড ক্লাবের পুজোর থিম এ বার ফুটবল।
সেখানে আইএফএ শিল্ডের আদলে দুর্গাপ্রতিমা। —নিজস্ব চিত্র