করোনাভাইরাস যে ভাবে ছড়িয়ে পড়ছে, তাতে এ বারের আইপিএল আদৌ হবে কিনা, তা নিয়ে সংশয় প্রবল।
এই পরিস্থিতিতে রাজস্থান রয়্যালসের অন্যতম মালিক মনোজ বাদালে ছোট করে হলেও আইপিএল আয়োজনের পক্ষে সওয়াল করলেন। তাঁর মতে, যদি প্রয়োজন হয়, তবে ফাঁকা স্টেডিয়ামেও হতে পারে আইপিএল। বিবিসি ফাইভ লাইভ-এ তিনি বলেছেন, “আমার মনে হয়, কোনও না কোনও ভাবে আইপিএল হবেই। সম্ভবত কাটছাঁট করে ছোট আকারে তা হবে। ক্রিকেটের পক্ষে আইপিএল খুব গুরুত্বপূর্ণ। ফলে বিভিন্ন দেশের বোর্ড যদি একসঙ্গে কাজ করতে আগ্রহ দেখায়, তবে আইপিএল হতেই পারে। যদি শুধু ঘরোয়া ক্রিকেটারদের নিয়েই আইপিএল করতে হয়, তা হলেও আয়োজন করা উচিত।”
আরও পড়ুন: করোনা যুদ্ধে নিজের বিশ্বকাপ জেতা শার্ট নিলামে তুলছেন বাটলার