Advertisement
১০ মে ২০২৪
Jos Buttler

করোনা যুদ্ধে নিজের বিশ্বকাপ জেতা শার্ট নিলামে তুলছেন বাটলার

বাটলার জানিয়েছেন, তাঁর বিশ্বকাপ জেতার শার্টে সই রয়েছে বিশ্বকাপজয়ী ইংল্যান্ডের বাকি সব ক্রিকেটারের। বাটলারের এই পোস্ট দ্রুত সাড়া ফেলেছে।

বিশ্বকাপ ফাইনালের এই জামাই নিলামে তুলেছেন বাটলার। ছবি: রয়টার্স।

বিশ্বকাপ ফাইনালের এই জামাই নিলামে তুলেছেন বাটলার। ছবি: রয়টার্স।

সংবাদ সংস্থা
লন্ডন শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২০ ১২:৪৭
Share: Save:

করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ জেতা শার্ট নিলামে তোলার সিদ্ধান্ত নিলেন জস বাটলার। এই শার্টের নিলাম থেকে পাওয়া অর্থ দেওয়া হবে করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য।

সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করেছেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী তারকা। বাটলার জানিয়েছেন, তাঁর বিশ্বকাপ জেতার শার্টে সই রয়েছে বিশ্বকাপজয়ী ইংল্যান্ডের বাকি সব ক্রিকেটারের। বাটলারের এই পোস্ট দ্রুত সাড়া ফেলেছে। দেড়শোর বেশি মানুষ আগ্রহ দেখিয়েছেন।

আরও পড়ুন: সৌরভের থেকে যতটা সাহায্য পেয়েছি, ধোনি বা বিরাটের থেকে ততটা পাইনি, বললেন যুবরাজ

আরও পড়ুন: ধোনি বা কোহালি নয়, সৌরভই ভারতের সেরা অধিনায়ক, বললেন যুবরাজ

পোস্টে বাটলার লিখেছেন, “গত মাসে রয়্যাল ব্রম্পটন ও হেয়ারফিল্ড হাসপাতাল চ্যারিটির জন্য জরুরি আবেদন করেছিল। যাতে করোনার চিকিৎসার জন্য জীবনদায়ী যন্ত্রপাতি কেনা যায়। সেই আবেদনে সাড়া দিয়েই আমি বিশ্বকাপ ফাইনালের শার্ট নিলামে তুলছি।” একইসঙ্গে পোস্ট করি ভিডিয়ো বার্তায় বাটলার বলেছেন, “আশা করি আপনারা সবাই নিরাপদে আছেন, বাড়িতে রয়েছেন। আমরা সবাই জানি যে হাসপাতাল, ডাক্তার, নার্সরা সবাই দারুণ কাজ করছে। আগামী দিনে তাঁদের আরও সাহায্য দরকার আমাদের তরফ থেকে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE