পরের বছর ভারত এবং শ্রীলঙ্কায় যৌথ ভাবে হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই বিশ্বকাপে খেলার টিকিট পেয়ে গেল কানাডা। ১৩ নম্বর দেশ হিসাবে বিশ্বকাপে খেলা নিশ্চিত করল তারা। আরও সাতটি দেশের যোগ্যতা অর্জন বাকি।
আমেরিকার কোয়ালিফায়ারে বাহামাসকে সাত উইকেটে হারিয়েছে কানাডা। পাঁচটি ম্যাচের প্রতিটিতেই জিতে বিশ্বকাপে উঠে গিয়েছে তারা। ইতিমধ্যেই বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আমেরিকা, ওয়েস্ট ইন্ডিজ়, আয়ারল্যান্ড, নিউ জ়িল্যান্ড এবং পাকিস্তান।
আইসিসি জানিয়েছে, ইউরোপ থেকে দু’টি, আফ্রিকা থেকে দু’টি এবং এশিয়া থেকে তিনটি দেশের যোগ্যতা অর্জন এখনও বাকি।
শনিবার কিং সিটিতে কানাডা নেমেছিল বাহামাসের বিরুদ্ধে। আগে বল করার সিদ্ধান্ত নেয় কানাডা। কলিম সানা (৩/৬) এবং শিবম শর্মার (৩/১৬) দাপটে ১৯.৫ ওভারে ৫৬ রানে অলআউট হয়ে যায় বাহামাস। কানাডা সেই রান তুলে দেয় ৫.৩ ওভারে। যদিও তিনটি উইকেট হারায় তারা। দিলপ্রীত বাজওয়ার অপরাজিত ৩৬ রান কানাডার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে।
আরও পড়ুন:
নিকোলাস কির্টনের কানাডা প্রথম ম্যাচে ১১০ রানে হারিয়েছিল বারমুডাকে। এর পর ৫৯ রানে হারায় কেম্যান আইল্যান্ড এবং ১০ উইকেটে হারায় বাহামাসকে। কেম্যানের বিরুদ্ধে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ৪২ রানে জেতে কানাডা। এর পর এসেছে শনিবার বাহামাসের বিরুদ্ধে সাত উইকেটে জয়। শেষ খেলা বারমুডার বিরুদ্ধে।