Advertisement
০৭ মে ২০২৪
India vs Australia

মাথায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল! ভারতে আসার আগে বিশেষ প্রস্তুতি অস্ট্রেলিয়ার

ফেব্রুয়ারি মাসে ভারতের বিরুদ্ধে চারটি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। সেই সিরিজ়ে খেলতে আসার আগে বিশেষ প্রস্তুতি শুরু করে দিয়েছেন প্যাট কামিন্সরা। কী করছেন তাঁরা?

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ় জিতে গিয়েছে অস্ট্রেলিয়া। এখন থেকেই ভারতের বিরুদ্ধে পরিকল্পনা শুরু করে দিয়েছে তারা।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ় জিতে গিয়েছে অস্ট্রেলিয়া। এখন থেকেই ভারতের বিরুদ্ধে পরিকল্পনা শুরু করে দিয়েছে তারা। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৩ ২০:২৬
Share: Save:

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বুধবার থেকে তৃতীয় টেস্ট খেলতে নামছে অস্ট্রেলিয়া। তার পরে ফেব্রুয়ারি মাসে ভারতের বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজ় খেলতে আসবে তারা। কিন্তু এখন থেকেই ভারতে খেলা নিয়ে চিন্তা শুরু করে দিয়েছে অস্ট্রেলিয়া। তাই নিজেদের দেশে ভারতের মতো পিচ বানাচ্ছে তারা। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স জানিয়েছেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিরুদ্ধেই খেলতে চাইছেন তাঁরা।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টেস্ট সিডনিতে। সেখানেই উপমহাদেশের মতো উইকেট তৈরি করেছে অস্ট্রেলিয়া, যেখানে স্পিনাররা বাড়তি সুবিধা পাবেন। কামিন্স বলেছেন, ‘‘সিডনির পিচের সঙ্গে ভারতের পিচের অনেক মিল রয়েছে। স্পিনাররা সাহায্য পাবে। সেই সঙ্গে বল রিভার্স সুইংও করবে। ভারতেও এই ধরনের উইকেট পাব। তাই এই ধরনের উইকেট তৈরি করা হয়েছে। আমাদের ব্যাটারদেরও এখানে বেশি স্পিন খেলতে হবে। তাতে আখেরে লাভ হবে।’’

এখন থেকেই অবশ্য ভারতের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে চাইছে অস্ট্রেলিয়া। কামিন্স জানিয়েছেন, ‘‘আশা করছি ইংল্যান্ডে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিরুদ্ধে খেলব। নিরপেক্ষ মাঠে খেলতে হবে দু’দলকেই। সেটা চ্যালেঞ্জ হবে। আমরা ভারতের বিরুদ্ধেই খেলতে চাই।’’

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় এখন শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। ১৪টি টেস্টের মধ্যে ১০টি জিতেছে তারা। তাদের পয়েন্টের শতাংশ ৭৮.৫৭। অন্য দিকে ভারত রয়েছে দ্বিতীয় স্থানে। অস্ট্রেলিয়ার কাছে দক্ষিণ আফ্রিকা পর পর দুটো টেস্ট হারায় উপরে উঠেছে ভারত। ১৪টি টেস্ট খেলে ৮টি জিতেছে তারা। পয়েন্টের শতাংশ ৫৮.৯৩। এই পরিস্থিতিতে এই দুই দলেরই ফাইনাল খেলার কথা। তবে সেটা নির্ভর করছে ফেব্রুয়ারি মাসে অস্ট্রেলিয়ার ভারত সফরের উপরের। দু’দলের মধ্যে চারটি টেস্ট অনেকটাই পরিষ্কার করে দেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অঙ্ক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE