Advertisement
০৩ মে ২০২৪
India Cricket

রোহিত, বিরাটদের আইপিএলে খেলার দরকার নেই! মন্তব্য প্রাক্তন ক্রিকেটারের

এ বছর দেশের মাটিতে বিশ্বকাপ খেলবে ভারত। বিশ্বকাপের কথা মাথায় রেখে আইপিএল নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন গম্ভীর। বিশ্বকাপের কথা মাথায় রেখে বোর্ডকে সিদ্ধান্ত নিতে বলেছেন তিনি।

এ বার কি আইপিএলে সব ম্যাচ খেলতে দেখা যাবে না কোহলি, রোহিতদের? প্রাক্তন ক্রিকেটার কিন্তু তেমনটাই পরামর্শ দিয়েছেন।

এ বার কি আইপিএলে সব ম্যাচ খেলতে দেখা যাবে না কোহলি, রোহিতদের? প্রাক্তন ক্রিকেটার কিন্তু তেমনটাই পরামর্শ দিয়েছেন। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৩ ১৮:৪৮
Share: Save:

কয়েক মাস পরেই শুরু আইপিএল। এই বছরই আবার ভারতে রয়েছে এক দিনের বিশ্বকাপ। সেই প্রতিযোগিতার কথা মাথায় রেখে দরকারে বিরাট কোহলি, রোহিত শর্মার মতো বড় নামকে আইপিএল থেকে বিশ্রাম দেওয়া উচিত বলে মনে করেন গৌতম গম্ভীর। ভারতের প্রাক্তন ক্রিকেটারের মতে, আইপিএল নয়, বিশ্বকাপের কথা মাথায় রাখা উচিত বিসিসিআইয়ের।

ভারতীয় ক্রিকেটারদের চোটের কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিয়েছেন বিসিসিআই। ক্রিকেট বোর্ড জানিয়েছে, ভারতীয় ক্রিকেটারদের চোট কেমন রয়েছে সে দিকে খেয়াল রাখতে হবে ফ্র্যাঞ্চাইজি ও জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিকে। দরকার পড়লে ভারতীয় ক্রিকেটারদের বিশ্রাম দিতে হবে। অনেকটা সেই সুরে গম্ভীর বলেছেন, ‘‘যদি ফ্র্যাঞ্চাইজিরা সমস্যায় পড়ে তা হলে পড়ুক। কিন্তু ভারতের হয়ে খেলা আসল। আইপিএল তারই একটা অঙ্গ। প্রাধান্য দিতে হবে ভারতীয় ক্রিকেটকে। সামনে বিশ্বকাপ। সে দিকে নজর দিতে হবে।’’

বিশ্বকাপের কথা মাথায় রেখে যদি ভারতীয় ক্রিকেটের বড় নামদের বিশ্রাম দিতে হয় তা হলে সেটা করতে হবে বলেই মনে করেছেন গম্ভীর। তিনি বলেছেন, ‘‘যদি গুরুত্বপূর্ণ ক্রিকেটাররা আইপিএলে খেলতে না পারে তা হলে সেটা মেনে নিতে হবে। কারণ, আইপিএল প্রতি বছর হয়। এ বছর না পারলে পরের বছর খেলবে। কিন্তু বিশ্বকাপ চার বছর অন্তর হয়। আমার কাছে আইপিএল জেতার থেকে বিশ্বকাপ জেতা অনেক বেশি গুরুত্বপূর্ণ।’’

গম্ভীর নিজে আইপিএলের সঙ্গে যুক্ত। লখনউ সুপার জায়ান্টসের মেন্টর তিনি। তার পরেও দেশের হয়ে খেলাকে বেশি গুরুত্ব দিতে বলেছেন গম্ভীর। লখনউয়ের অধিনায়ক লোকেশ রাহুল। তিনি ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য। তাই দরকার পড়লে তাঁকেও বিশ্রামে যেতে হতে পারে। তাতে খুব একটা চিন্তিত নন গম্ভীর। বিশ্বকাপের কথা মাথায় রেখে বিসিসিআইকে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

বিশ্বকাপের আগে ভারতের সব গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের এক দিনের সিরিজ় খেলা উচিত বলেও মনে করেন গম্ভীর। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে রোহিত, কোহলিরা বার বার বিশ্রাম নেওয়ায় দলগত সংহতি গড়ে ওঠেনি বলে জানিয়েছেন গম্ভীর। বিশ্বকাপে সেই ভুল যাতে না হয় তাই আগে থেকে সতর্ক করেছেন তিনি। গম্ভীর বলেছেন, ‘‘যারা তিনটে ফরম্যাটের দলেই রয়েছে তারা টি-টোয়েন্টি বা টেস্ট থেকে বিশ্রাম নিতে পারে। কিন্তু এক দিনের সিরিজ় থেকে কোনও মতেই বিশ্রাম নেওয়া যাবে না। সব ম্যাচে খেলতে হবে। তবেই বিশ্বকাপের আগে ভাল বোঝাপড়া তৈরি হবে। নইলে আবার টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো অবস্থা হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE