শেষ পর্যন্ত ইনিংসেই হেরে গেল ইংল্যান্ড। তাদের ইনিংস ও ১৪ রানে হারিয়ে দিয়ে অ্যাশেজ নিজেদের দখলে রাখল অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের সিরিজের তৃতীয় টেস্ট জিতে ৩-০ এগিয়ে গেল অজিরা।
মেলবোর্নে বক্সিং ডে টেস্টে অভিষেক হওয়া স্কট বোলান্ডের সামনে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে গেল ৬৮ রানে। ভিক্টোরিয়ার এই ডানহাতি জোরে বোলার চার ওভারে সাত রান দিয়ে ছয় উইকেট তুলে নেন।
তৃতীয় দিন মধ্যাহ্ন ভোজের আগেই ইংল্যান্ডের ইনিংস শেষ হয়ে যায়। দ্বিতীয় দিনই ৩১ রানে চার উইকেট প়ড়ে গিয়েছিল তাদের। আশা ছিল জো রুট এবং বেন স্টোকস যদি একটা বড় রানের জুটি তৈরি করতে পারেন। তৃতীয় দিন ৫০ মিনিটের বেশি স্থায়ী হয়নি ইংল্যান্ডের ইনিংস।