Advertisement
E-Paper

৮০০ দিন, ৮৩ ইনিংস শতরান নেই! কোহলির নজির ছুঁয়ে ফেললেন বাবর

রান নেই বাবর আজ়‌মের ব্যাটে। রান করে দলকে সাহায্য করতে পারছেন না। মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে এক দিনের ম্যাচে মাত্র ২৯ রান করে আউট হয়ে গেলেন তিনি। সেই সঙ্গে ছুঁলেন বিরাট কোহলির নজির। কী সেই নজির?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৫ ১০:৫২
cricket

বিরাট কোহলি (বাঁ দিকে) এবং বাবর আজ়ম। — ফাইল চিত্র।

রান নেই বাবর আজ়‌মের ব্যাটে। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক দলে রয়েছেন বটে। তবে রান করে দলকে সাহায্য করতে পারছেন না। মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে এক দিনের ম্যাচে মাত্র ২৯ রান করে আউট হয়ে গেলেন তিনি। সেই সঙ্গে ছুঁলেন বিরাট কোহলির নজির। এশিয়ার ব্যাটারদের মধ্যে নজির গড়তে বাবরের চাই আর ৫টা ইনিংস।

আন্তর্জাতিক ক্রিকেটে বাবর শেষ বার শতরান করেছিলেন ২০২৩-এর এশিয়া কাপে নেপালের বিরুদ্ধে। তার পর ৮০০ দিন কেটে গেলেও বাবরের ব্যাটে শতরান আসেনি। ৮৩টি ইনিংস খেলে ফেলেছেন। তবু শতরান পাননি। একই নজির রয়েছে কোহলির। তিনিও ৮৩ ইনিংস শতরান পাননি। তবে ৮৪তম ইনিংসে শতরান করেছিলেন। এশিয়ার ক্রিকেটারদের মধ্যে শতরানের খরার দিক থেকে সকলের আগে শ্রীলঙ্কার সনৎ জয়সূর্য। তিনি ৮৭ ইনিংস পর শতরান পান। অর্থাৎ জয়সূর্যের নজির ভেঙে দিতে বাবরের আর ৫টি ইনিংস দরকার।

শ্রীলঙ্কার বিরুদ্ধে বাবরের শুরুটা মোটেই খারাপ হয়নি। বেশ কয়েকটি শটে জাত চিনিয়েছেন তিনি। বাবরের টাইমিং এবং শটের সৌন্দর্য ধরা পড়েছে একাধিক বার। মাহিশ থিকশানার বলে দু’টি সুন্দর বাউন্ডারি মারেন। প্রথমটি শর্ট বলে ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল দিয়ে। দ্বিতীয়টি পয়েন্ট অঞ্চল দিয়ে। ঠিক যে মুহূর্তে মনে হচ্ছিল তাঁর ব্যাট থেকে বড় রান আসতে চলেছে, তখনই আউট হন বাবর। ওয়ানিন্দু হাসরঙ্গের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি।

হাসরঙ্গের বল অনেকটাই ঘুরেছিল। তা অফস্টাম্পের বেল উড়িয়ে নিয়ে চলে যায়। ধারাভাষ্যকারেরা তখন বলেন, বিশ্বের বেশির ভাগ ব্যাটারই ওই বলে আউট হবেন।

Babar Azam Virat Kohli ODI Cricket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy