টি২০ বিশ্বকাপ থেকে ভারতের বিদায়ের পরেই জৈবদুর্গকে (বায়ো বাবল) কাঠগড়ায় তুলেছেন ভারতের বিদায়ী কোচ রবি শাস্ত্রী। জানিয়েছেন, ছ’মাস জৈবদুর্গে থাকতে থাকতে মানসিক ও শারীরিক ভাবে ক্লান্ত হয়ে পড়েছিলেন কোহলীরা। খানিকটা সেই সুরে কথা বললেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজমও। যদিও কী ভাবে তার মোকাবিলা করে পাক দল এত সফল, তার পথও বাতলে দেন তিনি।
বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে নামার আগে সাংবাদিক বৈঠকে বাবর বলেন, ‘‘পেশাদার ক্রিকেটে ভাল-খারাপ দু’রকম সময়ই আসে। কিন্তু এ ভাবে টানা জৈবদুর্গের মধ্যে থাকতে থাকতে ক্রিকেটাররা ক্লান্ত হয়ে পড়ে। এই ক্লান্তি মোকাবিলা করতে আমরা দল হিসাবে খেলার চেষ্টা করেছি। সেই সঙ্গে সবাই সবাইকে সাহায্য করছি।’’