Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Bangladesh Cricket

Bangladesh Cricket: বাংলাদেশ ক্রিকেট দলে ভারতীয় কোচ, থাকবেন এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপে

সীমিত ওভারের দু’টি প্রতিযোগিতায় নতুন কোচের অধীনে খেলতে চলেছে বাংলাদেশ। টেস্ট দলের কোচ থাকছেন ডোমিঙ্গোই।

নতুন কোচের অধীনে নামবে বাংলাদেশ

নতুন কোচের অধীনে নামবে বাংলাদেশ ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২২ ১৫:৩৪
Share: Save:

এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন কোচের অধীনে নামতে চলেছে বাংলাদেশ। তিনি ভারতের প্রাক্তন ক্রিকেটার শ্রীধরন শ্রীরাম। বাংলাদেশ বোর্ডের এক কর্তা এই খবর জানিয়েছেন।

বাংলাদেশের ওই কর্তা বলেছেন, “টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত শ্রীরামের সঙ্গে চুক্তি করা হয়েছে। সম্পূর্ণ নতুন মানসিকতা নিয়ে আমরা ভবিষ্যতের দিকে এগোতে চাই। এশিয়া কাপ থেকেই নতুন কোচকে দেখা যাবে। তবে আমাদের প্রধান লক্ষ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ। এশিয়া কাপের আগেই আমরা নতুন কোচকে নিয়োগ করলাম, যাতে তিনি দলের রণনীতি তৈরি করার সময় পান। এশিয়া কাপের আগে হয়তো সময় নেই। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভাল ফল করাই প্রধান লক্ষ্য।”

উল্লেখ্য, বাংলাদেশের সভাপতি নাজমুল হাসান পাপন বৃহস্পতিবারই দলের খোলনলচে বদলে ফেলার ইঙ্গিত দেন। নতুন কোচ নির্বাচনে তারই প্রতিফল দেখা গেল বলে মনে করা হচ্ছে। চাপ কমানো হল রাসেল ডোমিঙ্গোর উপর। তিনি এ বার থেকে শুধু টেস্ট ক্রিকেটেই মনোযোগ দেবেন। শ্রীরামকে সীমিত ওভারের কোচ হিসাবে রেখে দেওয়ার সম্ভাবনা রয়েছে।

ভারতের হয়ে আটটি এক দিনের ম্যাচ খেলেছেন শ্রীরাম। শেষ আন্তর্জাতিক ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে ঢাকায়। ডারেন লেম্যান কোচ থাকাকালীন অস্ট্রেলিয়ার সহকারী এবং স্পিন বোলিং কোচ হিসাবে কাজ করেছেন বহু দিন। সম্প্রতি আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে যোগ দেওয়ার পর অস্ট্রেলিয়ার দায়িত্ব থেকে সরে যান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE