নিউজিল্যান্ড সফরের শুরুতেই বিপত্তি। বাংলাদেশের বোলিং কোচ রঙ্গনা হেরাথ করোনা আক্রান্ত হওয়ায় গোটা দলকেই পাঠানো হয়েছে নিভৃতবাসে। আপাতত তিন দিন সে ভাবেই থাকতে হবে তাঁদের। তার পরে ফের করোনা পরীক্ষার পরে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
জানা গিয়েছে, মালয়েশিয়া থেকে বিমানে নিউজিল্যান্ড যাওয়ার সময় হেরাথের শরীরে কোভিড উপসর্গ দেখা যায়। পরে বিমানবন্দরে নেমে পরীক্ষার পরে করোনা রিপোর্ট পজিটিভ আসে তাঁর। যদিও পরের দিনে ফের পরীক্ষা করলে রিপোর্ট নেগেটিভ আসে। তাতেও অবশ্য ঝুঁকি নিতে চায়নি প্রশাসন। ক্রাইস্টচার্চে নিভৃতবাসে রাখা হয় হেরাথকে। তাঁর সংস্পর্শে আসায় আরও আট ক্রিকেটারকেও নিভৃতবাসে রাখা হয়।