কোথাও আবহাওয়ার সমস্যা। কোথাও মাঠ তৈরির অনুরোধ। ভারতীয় ক্রিকেট বোর্ডের সূচিতে একাধিক মাঠ বদলে দেওয়া হল। তবে আইপিএলের ফাইনাল চলে গেলেও, একটি টেস্ট ম্যাচ পাচ্ছে ইডেন গার্ডেন্স। প্রতিপক্ষের নামটাই শুধু বদলে যাচ্ছে।
অক্টোবরে ভারত-ওয়েস্ট ইন্ডিজ়ের দ্বিতীয় টেস্ট হওয়ার কথা ছিল ইডেনে। পরিবর্তিত সূচিতে তা হবে দিল্লিতে। অন্য দিকে, দিল্লিতে হওয়ার কথা ছিল ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট। সেটি আনা হয়েছে কলকাতায়। ১৪-১৮ নভেম্বর হবে সেই ম্যাচ। বোর্ডের দল খতিয়ে দেখেছে, নভেম্বরে দীপাবলির কারণে দিল্লিতে বায়ুদূষণ বেড়ে যায়। তাই ওই সময়ে ম্যাচ করা মুশকিল। তাই সেই ম্যাচ সরিয়ে কলকাতায় আনা হয়েছে।
ভারতের মহিলা দলের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার মহিলা দলের তিনটি এক দিনের ম্যাচ হওয়ার কথা ছিল চেন্নাইয়ের এম চিদম্বরম স্টেডিয়ামে। কিন্তু পরের বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নতুন করে মাঠ এবং পিচ তৈরি করতে চাওয়ার জন্য চেন্নাইয়ের তরফে সেই ম্যাচ অন্যত্র সরানোর অনুরোধ করা হয়েছিল। তা মেনে নিয়েছে বোর্ড। ফলে তিন ম্যাচের এক দিনের সিরিজ়ের প্রথম দু’টি ম্যাচ হবে মুল্লানপুরে। তৃতীয়টি হবে দিল্লিতে। জানা যাচ্ছে, মুল্লানপুরে মহিলাদের বিশ্বকাপের ম্যাচ দেওয়া হয়নি বলে এক দিনের ম্যাচগুলি দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
ভারত ‘এ’ দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের তিনটি এক দিনের ম্যাচ বেঙ্গালুরু থেকে রাজকোটে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বেঙ্গালুরুতে মহিলাদের বিশ্বকাপের উদ্বোধন ও ফাইনাল হওয়ার কথা। তার প্রস্তুতি সারা হবে।