শুধু বড় ট্রফি দিতে পারেননি, সেই জন্যই এক দিনের ক্রিকেটে বিরাট কোহলীর অধিনায়কত্ব গিয়েছে, এরকম না কি নয়। শোনা যাচ্ছে ভারতীয় দলের সাজঘরেও অনেকেই কোহলীকে পছন্দ করছেন না। সেই নিয়ে একাধিক বার বোর্ডের দপ্তরে না কি অভিযোগও জমা পড়েছে। সব মিলিয়েই অধিনায়কত্ব গিয়েছে কোহলীর। সেটিই না কি সব থেকে বড় কারণ। কিন্তু ওই ‘বড় কারণ’-টিই মানতে পারছেন না অশোক ডিন্ডা।
নেতা কোহলীকে খুব কাছ থেকে পেয়েছেন। ২০১৪ এবং ২০১৫, দু’ বছর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলে ছিলেন বাংলার এই জোরে বোলার। সেই অভিজ্ঞতা থেকে তিনি শনিবার আনন্দবাজার অনলাইনকে বললেন, ‘‘দু’ বছর ওকে অধিনায়ক হিসেবে পেয়েছিলাম। এক বারের জন্যও মনে হয়নি ওর থাকাটা সাজঘরে সমস্যা তৈরি করছে। বরং উল্টোটা। ও অত্যন্ত মিশুকে, চনমনে মানুষ। ওর সঙ্গে থাকা মানে কোনও সমস্যা হওয়ার কথাই নয়। যদি সত্যিই কেউ এরকম বলে থাকেন, সেটা একেবারে বাজে কথা। হয়ত প্রচারের আলোয় থাকার জন্য এরকম বলা হচ্ছে। কোহলী সে রকম মানুষই নয়।’’