প্রথম দিনে অধিনায়ক অনুষ্টুপ মজুমদারের শতরানে ২৪৯ রান তুলেছিল বাংলা। কিন্তু দ্বিতীয় দিনে হাতে পাঁচ উইকেট থাকলেও বাংলা শেষ হয় ৩০১ রানে। ব্যাট হাতে কর্নাটকও সমস্যায় পড়ে। বাংলার বোলারদের দাপটে ৯৭ রানে ৫ উইকেট হারায় তারা। দিনের শেষে বাংলা এগিয়ে ১৪৬ রানে।
বৃহস্পতিবার রঞ্জি ট্রফির ম্যাচে কর্নাটক দিনের শেষে ১৫৫ রান করেছে পাঁচ উইকেট হারিয়ে। অভিনব মনোহর অপরাজিত রয়েছেন ৫০ রান করে। শ্রেয়স গোপাল এবং তিনি মিলে ষষ্ঠ উইকেটে ৫৮ রানের জুটি গড়েন। তার আগে যদিও বাংলার বোলারেরা ৯৭ রানে ৫ উইকেট তুলে নিয়েছিল। বাংলার হয়ে সূরয সিন্ধু জয়সওয়াল এবং আর বিবেক নেন দু’টি করে উইকেট। একটি উইকেট নেন ঈশান পোড়েল। কর্নাটকের হয়ে রান পাননি মায়াঙ্ক আগরওয়াল (১৭) এবং মণীশ পাণ্ডের মতো ব্যাটার। সূরযদের দাপটে কর্নাটককে এক সময় দিশাহারা লাগছিল। কিন্তু শেষবেলায় তাদের ইনিংস সামলে নেন অভিনবেরা।
আরও পড়ুন:
প্রথম দিনের শেষে ২৪৯ রান তোলা বাংলা বড় ইনিংস গড়ার স্বপ্ন দেখছিল ঋদ্ধিমান সাহা এবং শাহবাজ় আহমেদের ব্যাটে। কিন্তু বৃহস্পতিবার সকালে বেশি ক্ষণ স্থায়ী হয়নি তাঁদের জুটি। ঋদ্ধি মাত্র ৬ রান করে আউট হয়ে যান। বাকিরাও বেশি ক্ষণ টিকতে পারেননি।