রঞ্জি ট্রফির নকআউট পর্বের জন্য বাংলার দল ঘোষণা হল। সোমবার বাংলার ক্রিকেট নিয়ামক সংস্থা সিএবি-র তরফে ২২ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। দলে রয়েছেন ঋদ্ধিমান সাহা, মহম্মদ শামি।
সোমবার সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া, সচিব স্নেহাসিস গঙ্গোপাধ্যায়, যুগ্মসচিব দেবব্রত দাস, কোচ অরুণ লাল, বাংলা দলের অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণরা বৈঠকের পরে দল ঘোষণা করেন। বৈঠকে ছিলেন সিএবি-র ডিরেক্টর অব ক্রিকেট অপারেশনস জয়দীপ মুখোপাধ্যায়ও।
২২ জনের দলে রয়েছেন মনোজ তিওয়ারি, ঋদ্ধিমান সাহা, মহম্মদ শামি, অনুষ্টুপ মজুমদারের মতো অভিজ্ঞ ক্রিকেটার। রঞ্জির কোয়ার্টার ফাইনালের আগে আইপিএল শেষ হয়ে যাবে। ফলে ঋদ্ধির খেলা নিয়ে কোনও সংশয় নেই। অবশ্য শামিকে পাওয়া যাবে কি না তা নির্ভর করবে বিসিসিআইয়ের উপর।