Advertisement
২৭ জুলাই ২০২৪
Virat Kohli

Brian Lara: রোহিতের প্রশংসা করে কোহলীকে নিয়ে কী বললেন লারা

রোহিতের আগ্রাসী ব্যাটিংয়ের ভক্ত লারা। নেতৃত্ব রোহিতের ব্যাটিংয়ে প্রভাব না ফেলায় তিনি খুশি। কোহলীর ছন্দে ফেরা নিয়েও আশাবাদী লারা।

কোহলী, রোহিতের প্রশংসায় লারা।

কোহলী, রোহিতের প্রশংসায় লারা। ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২২ ১৭:৫৮
Share: Save:

এশিয়া কাপের দলে কি থাকবেন বিরাট কোহলী? এটাই এখন সব থেকে বড় প্রশ্ন ক্রিকেটপ্রেমীদের। দীর্ঘ দিন চেনা ছন্দে নেই ভারতের প্রাক্তন অধিনায়ক। ব্রায়ান লারা অবশ্য কোহলীর পাশেই দাঁড়াচ্ছেন। তিনি প্রশংসা করেছেন রোহিত শর্মারও।

টি-টোয়েন্টি ক্রিকেটে কোহলীর সাম্প্রতিক স্ট্রাইক রেট ভাল নয়। বরং অনেক তরুণ ব্যাটার রয়েছেন বেশ ভাল ছন্দে। ওয়েস্ট ইন্ডিজের পর জিম্বাবোয়ে সফরেও বিশ্রাম নিয়েছেন তিনি। তবু ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক আস্থা রাখছেন কোহলীর উপর। লারা বলেছেন, ‘‘খেলোয়াড় হিসাবে কোহলীকে আমি শ্রদ্ধা করি। আমরা ওকে আগামী দিনে আরও ভাল ব্যাটার হিসাবে পাব। আমি নিশ্চিত এখন কোহলী ছন্দে ফেরার পদ্ধতির মধ্যে রয়েছে। নতুন অনেক কিছু শিখতে পারে। ওকে কখনই হিসাবের বাইরে রাখা যায় না।’’

ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সব ম্যাচই দেখেছেন লারা। এক দিনের সিরিজের সময় ভারতের সাজঘরেও এসেছিলেন। রোহিতের নেতৃত্ব নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেছেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার। কোহলীর থেকেই ভারতীয় দলের নেতৃত্ব পেয়েছেন রোহিত। তাঁর নেতৃত্বে ভারত সীমিত ওভারের ক্রিকেটে ভাল ছন্দে রয়েছে। অধিনায়ক রোহিতকে নিয়েও খুশি লারা।

রান পেলেও বড় ইনিংস খেলতে পারছেন না রোহিত। তা নিয়ে উদ্বিগ্ন নন লারা। তাঁর মতে, রোহিতের ব্যাটিংয়ে কোনও সমস্যা নেই। লারা বলেছেন, ‘‘রোহিত দুর্দান্ত ক্রিকেটার। দারুণ লাগে ওর খেলা দেখতে। ভারতের অনেককেই আমার বেশ আগ্রাসী মনে হয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE