আইপিএলের ফাইনাল ইডেন গার্ডেন্স থেকে সরিয়ে দেওয়া হবে বলে জল্পনা শোনা যাচ্ছে। বোর্ড আনুষ্ঠানিক ভাবে না জানালেও ফাইনাল সরিয়ে অহমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে করা হবে বলে খবর রটছে। সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, বৃষ্টির অজুহাতে ফাইনাল সরানোর কোনও যুক্তি নেই। তাঁর আশা, যে চিঠি সিএবি পাঠিয়েছে তা গুরুত্ব দিয়ে দেখা হবে।
শনিবার স্নেহাশিস বলেন, “আমার সঙ্গে বিসিসিআই সচিব এবং আইপিএলের গর্ভনিং কাউন্সিলের চেয়ারম্যানের কথা হয়েছে। আমরা আবহাওয়া দফতরের নথি আমাদের চিঠির সঙ্গে দিয়েছি। আমরা আশাবাদী ফাইনাল এখানেই হবে।”
আরও পড়ুন:
ফাইনালের দিন কলকাতায় বৃষ্টির যে সম্ভাবনার কথা বলা হয়েছে তা নিয়ে স্নেহাশিস বলেন, “এই সময়ে ভারতের বেশির ভাগ জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকে। আমরা জেনেছি কেরলে বর্ষা ঢুকবে ২৭ মে। সাধারণত কেরলে বর্ষা শুরু হওয়ার ১৫ দিন পরে কলকাতায় বর্ষা আসে। ফলে, বৃষ্টির কারণে কলকাতা থেকে ম্যাচ সরিয়ে দেওয়ার কোনও যুক্তি নেই।”