Advertisement
E-Paper

সিএসকের চেয়ারম্যান পদে ফিরলেন সেই বিতর্কিত শ্রীনিবাসন, ভারতীয় বোর্ডের প্রাক্তন সভাপতির পরামর্শে চলবেন ধোনিরা

গত আইপিএলে পয়েন্ট তালিকায় সকলের শেষে ১০ নম্বরে শেষ করেছিল চেন্নাই সুপার কিংস। ১৪টি ম্যাচ খেলে চারটি জিতেছিলেন মহেন্দ্র সিংহ ধোনিরা। এত খারাপ ফল কখনও হয়নি চেন্নাইয়ের।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৫ ২০:৫৮
Picture of N Srinivasan

এন শ্রীনিবাসন। ছবি: এক্স।

ক্রিকেট প্রশাসনে ফিরলেন এন শ্রীনিবাসন। চেন্নাই সুপার কিংসের চেয়ারম্যান হলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রাক্তন বিতর্কিত সভাপতি। গত আইপিএলে মহেন্দ্র সিংহ ধোনিরা প্রত্যাশা মতো পারফর্ম করতে না পারায় আবার দলের হাল ধরলেন ৮০ বছরের ক্রিকেট কর্তা।

চেন্নাই সুপার কিংসের সঙ্গে আবার সক্রিয় ভাবে যুক্ত হলেন শ্রীনিবাসন। তাঁকে চেয়ারম্যান হিসাবে ফিরিয়ে আনার কথা বুধবার জানিয়েছেন চেন্নাই কর্তৃপক্ষ। আগামী বছরের দল গঠন এবং পরিচালনার ক্ষেত্রে তাঁর পরামর্শ কাজে লাগাতে চান চেন্নাই কর্তারা।

শ্রীনিবাসনের দায়িত্বগ্রহণের কথা জানিয়েছেন সিএসকের সিইও কাশী বিশ্বনাথন। তিনি সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, ‘‘শ্রীনিবাসনের দায়িত্ব গ্রহণ সিএসকের জন্য আশীর্বাদের মতো। উনি আমাদের সেরা প্রশাসক। তিনি আবার দায়িত্ব নেওয়ায় আমি খুব খুশি। এই বয়সে বেশি ঘোরাঘুরি করা তাঁর পক্ষে সম্ভব নয়। তিনি আমাদের উপদেষ্টা হিসাবে থাকবেন। আমরা তাঁর সঙ্গে যোগাযোগ রেখে কাজ করব। আমরা দু’জনেই চেন্নাইয়ের বাসিন্দা। তাই প্রতি দিন যোগাযোগ রাখাও কঠিন হবে না।’’

এক সময় ভারতীয় ক্রিকেটের সর্বময় কর্তা ছিলেন শ্রীনিবাসন। তিনি সিএসকেরও শীর্ষ কর্তা ছিলেন। ২০১৩ সালের আইপিএলে স্পট ফিক্সিংয়ের অভিযোগ ওঠে সিএসকের বিরুদ্ধে। গড়াপেটার তদন্তে নেমে মুম্বই পুলিশ গ্রেফতার করে শ্রীনিবাসনের জামাই গুরুনাথ মেইয়াপ্পানকে। বিতর্কে জড়িয়ে যান শ্রীনিবাসনও। সেই ঘটনার পর বিসিসিআই থেকে সরে যেতে হয় তাঁকে। সরিয়ে দেওয়া হয় সিএসকের চেয়ারম্যানের পদ থেকেও। আইপিএল থেকে দু’বছরের জন্য নিলম্বিত (সাসপেন্ড) হয় সিএসকে এবং রাজস্থান রয়্যালস। গড়াপেটা বিতর্কের ফলে ভারতীয় ক্রিকেটে শেষ হয় শ্রীনিবাসন জমানা। যদিও ২০১৫ সালের নভেম্বর পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) চেয়ারম্যান ছিলেন শ্রীনিবাসনই। তিনিই আইসিসি প্রথম চেয়ারম্যান। ২০০৮ সালের সেপ্টেম্বর থেকে ২০১১ সালের সেপ্টেম্বর পর্যন্ত সামলেছেন বিসিসিআই সচিবের দায়িত্বও। তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন ২০০২ থেকে ২০১৭ পর্যন্ত।

গত আইপিএলে পয়েন্ট তালিকায় সকলের শেষে ১০ নম্বরে শেষ করেছিল চেন্নাই। ১৪টি ম্যাচ খেলে চারটি জিতেছিলেন ধোনিরা। আইপিএলে এত খারাপ ফল কখনও হয়নি চেন্নাইয়ের। তার পরই দল ঢেলে সাজানোর পরিকল্পনা করেন চেন্নাই কর্তৃপক্ষ। রদবদল হচ্ছে দলের প্রশাসনিক স্তরেও। সাফল্যের খোঁজে চেয়ারম্যান হিসাবে ফিরিয়ে আনা হল অভিজ্ঞ ক্রিকেট প্রশাসক শ্রীনিবাসনকে।

CSK IPL BCCI
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy