Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Avishek Dalmiya

Coochbehar Trophy: অতিমারি শেষে কোচবিহার ট্রফি হবে কোচবিহারে, জানালেন সিএবি প্রধান

কোচবিহারে অভিষেক বললেন, “এই জায়গায় ক্রিকেটের একটা ঐতিহ্য রয়েছে। এখানকার রাজ পরিবারের ক্রিকেটের প্রতি অবদান কেউ ভুলতে পারবে না। আমাদের এখানে আসার কারণ যাতে জেলা স্তরে ক্রিকেট আরও উন্নতি করে এবং জেলার ক্রিকেটাররা আরও বেশি করে নিজেদের খেলা মেলে ধরতে পারে।”

ট্রফি জয়ের পর নদিয়া।

ট্রফি জয়ের পর নদিয়া। ছবি: সিএবি

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২২ ২২:০৪
Share: Save:

অতিমারির কারণে এ বারের কোচবিহার ট্রফি হবে কলকাতায়। কিন্তু বাংলার ক্রিকেট সংস্থার প্রধান অভিষেক ডালমিয়া জানিয়েছেন, অতিমারি শেষ হলে কোচবিহারেই হবে এই প্রতিযোগিতা। কোচবিহারের রাজপরিবারকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন অভিষেক। এখন যেখানে যেখানে এই প্রতিযোগিতা হচ্ছে সেই জায়গাগুলির সঙ্গে কোচবিহারেও হবে খেলা।

সিএবি প্রধান কোচবিহারে রয়েছেন। মেয়েদের জেলা স্তরের টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হয় নদিয়া এবং হুগলি। সেই ম্যাচে উপস্থিত ছিলেন অভিষেক। এ ছাড়া ছিলেন সহ-সচিব দেবব্রত দাস, কোষাধ্যক্ষ দেবাশিস গঙ্গোপাধ্যায়, অ্যাপেক্স কাউন্সিলের সদস্য রাজীব ঘোষ এবং জেলা কমিটির চেয়ারম্যান সঞ্জিত তরোই।

কোচবিহারে অভিষেক বললেন, “এই জায়গায় ক্রিকেটের একটা ঐতিহ্য রয়েছে। এখানকার রাজ পরিবারের ক্রিকেটের প্রতি অবদান কেউ ভুলতে পারবে না। আমাদের এখানে আসার কারণ যাতে জেলা স্তরে ক্রিকেট আরও উন্নতি করে এবং জেলার ক্রিকেটাররা আরও বেশি করে নিজেদের খেলা মেলে ধরতে পারে।”

অভিষেক আরও বলেন, “আমরা জলপাইগুড়ি এবং কোচবিহারে এসেছি যাতে এখানে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে জেলাস্তর থেকে আরও বেশি ক্রিকেটার তুলে আনার পরিকাঠামো গড়ে তুলতে পারি।”

মেয়েদের জেলাস্তরের টি-টোয়েন্টি প্রতিযোগিতার ফাইনালে নদিয়া ১০ উইকেটে হারিয়ে দেয় হুগলিকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Avishek Dalmiya CAB Coochbehar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE