Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Rishabh Pant

পন্থের জায়গায় আইপিএলে দিল্লির অধিনায়ক কে হতে পারেন? ইঙ্গিত দিলেন দলের কর্তা

দিল্লির অধিনায়ক কাকে করা হবে, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। এর মধ্যেই দিল্লি ক্যাপিটালস ইঙ্গিত দিল, পরবর্তী অধিনায়ক হওয়ার ব্যাপারে এগিয়ে রয়েছে অজি ক্রিকেটার।

দিল্লি ক্যাপিটালস ইঙ্গিত দিল, পন্থের জায়গায় পরবর্তী অধিনায়ক হওয়ার ব্যাপারে এগিয়ে রয়েছে অজি ক্রিকেটার।

দিল্লি ক্যাপিটালস ইঙ্গিত দিল, পন্থের জায়গায় পরবর্তী অধিনায়ক হওয়ার ব্যাপারে এগিয়ে রয়েছে অজি ক্রিকেটার। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৩ ১৮:৪০
Share: Save:

গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন ঋষভ পন্থ। ক্রিকেটে পুরোপুরি ফিরতে এখনও তাঁর মাস ছয়েক লাগবে বলেই মনে করছেন অনেকে। অর্থাৎ খেলা হবে না পরের বারের আইপিএলে। পন্থ দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক। তিনি খেলতে না পারলে দিল্লির অধিনায়ক কাকে করা হবে, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। এর মধ্যেই দিল্লি ক্যাপিটালস ইঙ্গিত দিল, পরবর্তী অধিনায়ক হওয়ার ব্যাপারে এগিয়ে রয়েছে অজি ক্রিকেটার।

দিল্লির দল পরিচালন সমিতি সূত্রে জানা গিয়েছে, আগামী মরসুমে দলকে নেতৃত্ব দিতে পারেন ডেভিড ওয়ার্নার। আইপিএলে অধিনায়ক হিসাবে তিনি ইতিমধ্যেই পরীক্ষিত। সানরাইজার্স হায়দরাবাদকে নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়নও করেছেন। পরের বার তাঁর হাতেই দায়িত্ব তুলে দেওয়া হতে পারে।

দিল্লি দলের এক কর্তা এক ওয়েবসাইটে বলেছেন, “মাঝের সারিতে পন্থ আমাদের অন্যতম সেরা ভরসা। দল পরিচালন সমিতি ওর সঙ্গে কথা বলবে। ওর অনুপস্থিতিতে মাঝের সারিতে একজন ভরসাযোগ্য ব্যাটার চাই। দলের ভারসাম্য ঠিক রাখতে সরফরাজকে উইকেটকিপিংয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। তবে পন্থের বদলে বিদেশি নয়, স্বদেশি কোনও ক্রিকেটারই আমাদের বেশি পছন্দ।”

দায়িত্ব নেওয়ার ব্যাপারে শীঘ্রই ওয়ার্নারের সঙ্গে কথা বলা হবে বলে জানিয়েছেন ওই কর্তা। ২০১৬-তে হায়দরাবাদকে ট্রফি জিতিয়েছেন ওয়ার্নার। আইপিএলে অধিনায়ক হিসাবে ৬৯ ম্যাচে ৩৫টি জয় রয়েছে। ২০১৩-তে দিল্লির হয়ে খেলার সময় এক বার নেতৃত্ব দিয়েছিলেন ওয়ার্নার। তাঁর অধিনায়কত্বে সে বার দু’টি ম্যাচেই হেরেছিল দিল্লি। এ ছাড়া, অস্ট্রেলিয়াকে এক দিনের ক্রিকেট এবং টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন ওয়ার্নার। অভিজ্ঞতায় তাঁর তুলনায় কেউ আসেন না।

তবে উইকেটকিপার নিয়ে আরও ভাবতে হবে দিল্লিকে। পন্থ দলে থাকায় সম্প্রতি নিলামে উইকেটকিপারের পজিশন নিয়ে খুব বেশি ভাবতে হয়নি কর্তাদের। সরফরাজকে না খেলানো হলে আছেন ইংল্যান্ডের ফিল সল্ট। সে ক্ষেত্রে অতিরিক্ত বিদেশি খেলানোয় দলের ভারসাম্য নষ্ট হবে। বাংলার উইকেটকিপার অভিষেক পোড়েলের দিকেও নজর রাখা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rishabh Pant David Warner Delhi Capitals IPL 2023
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE