Advertisement
E-Paper

বেঙ্গালুরুর রাস্তায় সমর্থকদের সঙ্গে উৎসবে মাতবেন কোহলিরা, বুধবার কখন উদ্‌যাপন

মঙ্গলবার অহমদাবাদেই আরসিবি সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বুধবার বেঙ্গালুরুতে কাপ নিয়ে যাবেন কোহলিরা। সেখানে সমর্থকদের সঙ্গে উৎসবে মাতবেন তাঁরা। কোথায়, কখন হবে সেই উৎসব?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুন ২০২৫ ১০:০২
Virat Kohli and Rajat Patidar

বিরাট কোহলি এবং রজত পাটীদারের হাতে আইপিএলের ট্রফি। ছবি: পিটিআই।

১৮ বছর পর আইপিএল জয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। ট্রফি পেলেন বিরাট কোহলি। মঙ্গলবার অহমদাবাদেই আরসিবি সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বুধবার বেঙ্গালুরুতে কাপ নিয়ে যাবেন কোহলিরা। সেখানে সমর্থকদের সঙ্গে উৎসবে মাতবেন তাঁরা। কোথায়, কখন হবে সেই উৎসব?

আরসিবি-র পক্ষ থেকে জানানো হয়েছে ভিক্টরি প্যারেড হবে বেঙ্গালুরুতে। বুধবার সেই উৎসব শুরু হবে দুপুর থেকেই। বেঙ্গালুরুর বিধান সৌধ থেকে চিন্নাস্বামী স্টেডিয়াম পর্যন্ত চলবে ভিক্টরি প্যারেড। আশা করা হচ্ছে বিরাট সংখ্যক সমর্থক উপস্থিত হবেন এই উৎসবে। আরসিবি-র তরফে সমাজমাধ্যমে লেখা হয়েছে, “বেঙ্গালুরুতে আরসিবি ভিক্টরি প্যারেড হবে। এটা তোমাদের জন্য। আমাদের দ্বাদশ ব্যক্তি। প্রতি বছর চিৎকারে, কান্নায় তোমরা পাশে থেকেছ। তোমাদের পাশে থাকাটা রাজকীয়। এই জয়ের মুকুট তোমাদের প্রাপ্য।”

সূত্রের খবর, দুপুর ১.৩০ নাগাদ বেঙ্গালুরু পৌঁছবেন কোহলিরা। বিকেল ৪টের সময় দেখা করতে যাবেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার সঙ্গে। বিকেল ৫টা থেকে শুরু হবে ভিক্টরি প্যারেড। বিধান সৌধ থেকে চিন্নাস্বামী স্টেডিয়াম পর্যন্ত হবে সেই প্যারেড। সন্ধ্যে ৬টা থেকে উৎসব শুরু চিন্নাস্বামী স্টেডিয়ামে। যা স্টার স্পোর্টসে সম্প্রচারিত হবে। দেখা যাবে জিয়োহটস্টারেও।

মঙ্গলবার ট্রফি জয়ের পর কোহলির মুখে ছিল সমর্থকদের কথা। তিনি বলেছিলেন, “এই ট্রফি দলের জন্য যতটা, ততটাই সমর্থকদের জন্য। ১৮টা বছর পেরিয়ে গিয়েছে এই দিনটা দেখতে। এই দলটাকে নিজের যৌবন, নিজের সেরা সময় এবং অভিজ্ঞতা দিয়েছি। প্রত্যেক মরসুমে ট্রফি জেতার আপ্রাণ চেষ্টা করেছি, নিজের সবটা দিয়েছি। তাতেও ট্রফি পাইনি। অবশেষে এই দিনটা দেখতে পাওয়া অবিশ্বাস্য এক অনুভূতি।”

Virat Kohli RCB Royal Challengers Bengaluru
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy