Advertisement
৩০ এপ্রিল ২০২৪
India vs England

ভারতের মাটিতে টেস্ট সিরিজ়ের দল ঘোষণা ইংল্যান্ডের, তিন চমক নিয়ে আসছেন স্টোকসরা

জানুয়ারি মাসে ভারতে টেস্ট সিরিজ় খেলতে আসছে ইংল্যান্ড। সেই সিরিজ়ের জন্য ১৬ জনের দল ঘোষণা করলেন বেন স্টোকসরা। তিন জন নতুন ক্রিকেটার নিয়ে ইংল্যান্ড আসছে খেলতে।

cricket

বেন স্টোকস। —ফাইল চিত্র

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৩ ১৮:৫১
Share: Save:

জানুয়ারি মাসে ভারত সফরে আসছে ইংল্যান্ড। সেই সিরিজ়ের জন্য ১৬ জনের দল ঘোষণা করল তারা। সোমবার দল ঘোষণা হয়েছে। ভারতে তিন তরুণ ক্রিকেটারকে নিয়ে আসছে ইংল্যান্ড। এখনও পর্যন্ত জাতীয় দলে খেলেননি তাঁরা। বিশ্বকাপের ব্যর্থতা ভুলে টেস্ট সিরিজ়ে ভাল ফল করতে মরিয়া ইংল্যান্ড।

ল্যাঙ্কাশায়ারের টম হার্টলি, সমারসেটের শোয়েব বশির ও সারের গাস অ্যাটকিনসনকে ইংল্যান্ডের দলে নেওয়া হয়েছে। আইপিএলে না খেললেও জানুয়ারি মাসে ভারতে আসছেন স্টোকস। তাঁর নেতৃত্বেই আসবে দল। ভারতের মাটিতে সিরিজ়ে অভিজ্ঞ জেমস অ্যান্ডারসনকে নেওয়া হয়েছে।

কাউন্টি ক্রিকেটে চলতি বছর পাঁচটি শতরান করেছেন অ্যাটকিনসন। পাশাপাশি ২০টি উইকেট নিয়েছেন তিনি। তাই তাঁকে নেওয়া হয়েছে। ভারতের মাটিতে তাঁর অভিষেক হতে পারে। ল্যাঙ্কাশায়ারের লেগ স্পিনার রেহান আহমেদকেও দলে ফেরানো হয়েছে।

ভারত সফরে তিনটি টেস্ট খেলবে ইংল্যান্ড। প্রথম টেস্ট ২৫-২৯ জানুয়ারি হায়দরাবাদে। ২-৬ ফেব্রুয়ারি বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্ট। তৃতীয় টেস্ট হবে ১৫-১৯ ফেব্রুয়ারি। খেলা হবে রাজকোটে।

ইংল্যান্ডের দল: বেন স্টোকস (অধিনায়ক), রেহান আহমেদ, জেমস অ্যান্ডারসন, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, শোয়েব বশির, হ্যারি ব্রুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, বেন ফোকস, টম হার্টলি, জ্যাক লিচ, ওলি পোপ, ওলি রবিনসন, জো রুট, মার্ক উড।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

India vs England England Cricket Team Ben Stokes
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE