আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন অইন মর্গ্যান। মঙ্গলবার ইংল্যান্ড দলের নেতৃত্ব ছাড়ার সঙ্গে সঙ্গে এই সিদ্ধান্ত জানালেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। সাত বছরের বেশি সময় ইংল্যান্ড দলকে সাদা বলের ক্রিকেটে নেতৃত্ব দিয়েছেন মর্গ্যান।
২০১৫ সালের বিশ্বকাপে ইংল্যান্ড হেরে যাওয়ার পর দায়িত্ব তুলে দেওয়া হয় মর্গ্যানের হাতে। তাঁর আক্রমণাত্মক খেলার ধরন বদলে দেয় ইংল্যান্ড দলকেও। ইংরেজ দলকে নতুন উচ্চতায় নিয়ে যান তিনি। মর্গ্যানের নেতৃত্বেই ২০১৯ সালে এক দিনের ক্রিকেটে বিশ্বকাপ জেতে ইংল্যান্ড। টি-টোয়েন্টি এবং এক দিনের ক্রিকেটে ইংল্যান্ডকে আইসিসির ক্রমতালিকায় এক নম্বরে নিয়ে যান মর্গ্যান। তাঁর নেতৃত্বে প্রায় সব বড় দলকেই হারিয়েছে ইংল্যান্ড। ৬০ শতাংশ ম্যাচে জয় পেয়েছেন অধিনায়ক মর্গ্যান।
ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তা রব কি বলেন, “মর্গ্যানের মতো বড় মাপের ক্রিকেটার এবং অধিনায়ক খেলাটাই পাল্টে দিয়েছিলেন। একটা প্রজন্মকেই পাল্টে দিয়েছেন তিনি। পরের প্রজন্ম কী ভাবে খেলবে সেটার উপরেও প্রভাব রয়েছে মর্গ্যানের। আগামী দিনেও মর্গ্যানের প্রভাব থাকবে।”