ভারতের বিরুদ্ধে সিরিজ খেলতে নামার আগেই চিন্তা ইংরেজ ক্রিকেট বোর্ডের। সমর্থকদের নিয়ে চিন্তা রয়েছে তাদের। সেই কারণে মাদক নিয়ে মাঠে প্রবেশের ব্যাপারে কড়া হতে চাইছে ইসিবি।
গত বছর লর্ডস টেস্টের সময় লোকেশ রাহুলের দিকে মদের বোতলের ঢাকনা ছোড়া হয় গ্যালারি থেকে। স্লিপে দাঁড়ানো বিরাট রাহুলকে ইঙ্গিত করেন সেগুলি দর্শকদের দিকে ফেরত পাঠাতে। বোর্ড চাইছে এ বার যাতে সেই ধরনের কোনও ঘটনা না ঘটে। করোনা বিধি না থাকায় মাঠে বিশাল সংখ্যক দর্শক উপস্থিত থাকবেন বলে মনে করা হচ্ছে। সেখানে সমর্থকেরা যাতে অত্যধিক মাত্রায় মদ বা মাদক সেবন করতে না পারেন সেই বিষয়ের দিকে জোর দিতে চাইছে বোর্ড।
ইংল্যান্ড-নিউজিল্যান্ড তৃতীয় টেস্টের সময়ও সমর্থকদের মধ্যে মারপিট হয়। সেই ঘটনা এতটাই বড় আকার নেয় যে, ইংল্যান্ড ক্রিকেটের সরকারি সমর্থক বার্মি আর্মির পক্ষ থেকে সদস্যদের সতর্ক করা হয়। আধিকারিকরা ভয় পাচ্ছেন গত বছর ফুটবল মাঠে যে কাণ্ড ঘটেছিল, সেটার কোনও রকম পুনরাবৃত্তি না ঘটে।