Advertisement
১১ মে ২০২৪
laxmiratan shukla

Laxmi Ratan Shukla: করোনা আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী লক্ষ্মীরতন শুক্ল, বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন

সোমবার দুপুরে নমুনা পরীক্ষা করা হয় লক্ষ্মীর। রাতে রিপোর্ট পজিটিভ আসে। নিজের আবাসনের একটি আলাদা ফ্ল্যাটে তিনি রয়েছেন।

নিভৃতবাসে রয়েছেন লক্ষ্মী

নিভৃতবাসে রয়েছেন লক্ষ্মী ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২২ ১০:৩৩
Share: Save:

রাজ্যের প্রাক্তন মন্ত্রী লক্ষ্মীরতন শুক্ল করোনা আক্রান্ত হয়েছেন। শরীরে মৃদু উপসর্গ রয়েছে তাঁর। তবে বাড়িতেই রয়েছেন বাংলা ও ভারতের প্রাক্তন ক্রিকেটার।

সোমবার দুপুরে নমুনা পরীক্ষা করা হয় লক্ষ্মীর। রাতে রিপোর্ট পজিটিভ আসে। তার পর থেকে নিজের আবাসনের একটি আলাদা ফ্ল্যাটে নিভৃতবাসে রয়েছেন বাংলার অনূর্ধ্ব ২৩ দলের কোচ। এই বিষয়ে আনন্দবাজার অনলাইনকে প্রাক্তন ক্রিকেটার বলেন, ‘‘জ্বর রয়েছে। তবে বাড়িতেই আছি আপাতত।’’

অন্য দিকে রবিবার রাতেই জানা গিয়েছে, বাংলা দলের সাত জন করোনা আক্রান্ত। এঁদের মধ্যে সুদীপ চট্টোপাধ্যায়, অনুষ্টুপ মজুমদার, গীত পুরি, কাজি জুনেইদ সইফিরা যেমন রয়েছেন, তেমনই করোনা আক্রান্ত সহকারী কোচ সৌরাশিস লাহিড়ীও। তবে কারও শরীরে কোনও উপসর্গ নেই।

দেশে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্য়াও। সংক্রমণ ধরা পড়েছে ময়দানে। বেশ কয়েকটি দলের ফুটবলার আক্রান্ত হওয়ায় আপাতত স্থগিত হয়ে গিয়েছে আই লিগ। কোপ পড়তে পারে অন্য খেলাতেও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

laxmiratan shukla COVID-19 COVID Positive
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE