Advertisement
E-Paper

অবসরের পর পানশালা খুলেছেন ব্রড! দু’বছরে ৩৩ কোটি টাকা লাভ যুবরাজের কাছে ছয় ছক্কা খাওয়া বোলারের

অবসরের পর দ্বিতীয় ইনিংস শুরু করেছেন স্টুয়ার্ট ব্রড। পানশালা খুলেছেন তিনি। তাতে লাভও হচ্ছে। আপাতত ব্যবসায় মজে প্রাক্তন ইংরেজ পেসার।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২৫ ১৩:৩৬
cricket

স্টুয়ার্ট ব্রড। —ফাইল চিত্র।

১৭ বছরের আন্তর্জাতিক কেরিয়ার শেষে নতুন ইনিংস শুরু করেছেন স্টুয়ার্ট ব্রড। ইংল্যান্ডের পেসার পানশালা খুলেছেন। নতুন ব্যবসায় লাভও হচ্ছে তাঁর। আপাতত ব্যবসায় মজে আন্তর্জাতিক ক্রিকেটে ৮৪৭ উইকেটের মালিক।

২০২৩ সালের জুলাই মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ব্রড। তার পর ‘দ্য ক্যাট অ্যান্ড উইকেটস’ নামের একটি সংস্থা খোলেন তিনি। আগে থেকেই নটিংহ্যামশায়ারে একটি পানশালা চলছিল। সেটি কিনে নেন ব্রড। গত দু’বছরে লিস্টারশায়ার ও ট্রেন্টে আরও দু’টি পানশালা খুলেছেন তিনি। মোট তিনটি পানশালার মালিক তিনি।

ব্রড যখন প্রথম পানশালা কিনেছিলেন তখন তার আয় ছিল ১৪ কোটি টাকা। এখন তা বেড়ে হয়েছে ৪৭ কোটি টাকা। অর্থাৎ, গত দু’বছরে পানশালার ব্যবসায় ৩৩ কোটি টাকা লাভ করেছেন ব্রড। তাঁর তিনটি পানশালায় ১৫০ কর্মী কাজ করছেন।

কেন হঠাৎ পানশালার ব্যবসায় ঢুকলেন ব্রড? ইংল্যান্ডের প্রাক্তন পেসার এক সাক্ষাৎকারে বলেন, “আমি সবসময় অন্য রকম কিছু করতে চাইছিলাম। তবে যেটাই করতাম মন দিয়ে করতাম। যখন খেলতাম, অবসর সময়ে পানশালায় যেতাম। ক্লান্তি দূর হত। আমি চাই, আমার পানশালাতেও ক্রিকেটারেরা সময় কাটাক। ওদের ভালই লাগবে।”

ক্রিকেটজীবনে কম উত্থান-পতন দেখেননি ব্রড। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর এক ওভারে ছয় ছক্কা মেরেছিলেন যুবরাজ সিংহ। আবার সেই ব্রডই ২০১১ সালে ভারতের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন। ইংল্যান্ডের হয়ে ১৬৭ টেস্টে ৬০৪, ১২১ এক দিনের ম্যাচে ১৭৮ এবং ৫৬ টি২০ ম্যাচে ৬৫ উইকেট নিয়েছেন ব্রড। ক্রিকেট ছেড়ে এখন দ্বিতীয় ইনিংসে মন তাঁর।

Stuart Broad england cricket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy