Advertisement
০৩ মে ২০২৪
ICC ODI World Cup 2023

ঘরশত্রু বিভীষণ! ইংল্যান্ডকে হারানোর নেপথ্যে ইংরেজ, রশিদেরা সাহায্য পেয়েছেন এক ভারতীয়েরও

আফগানিস্তানের জয়ের নেপথ্যে এক ইংরেজ ও এক ভারতীয়ের মাথা। যে ভাবে ইংল্যান্ডের বিরুদ্ধে আফগানিস্তান খেলল, তাতে উঠে আসছে দু’জনের নাম।

odi world cup

ইংল্যান্ডকে হারিয়ে উল্লাস আফগান ক্রিকেটারদের। ছবি: পিটিআই

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৩ ১২:০৫
Share: Save:

ইংল্যান্ডের ‘ঘরশত্রু’ বিভীষণই তাদের হারিয়ে দিল। আফগানিস্তানের জয়ের নেপথ্যে এক ভারতীয় মাথাও। যে ভাবে ইংল্যান্ডের বিরুদ্ধে আফগানিস্তান খেলল, তাতে উঠে আসছে দু’জনের নাম। তার মধ্যে অন্যতম জোনাথন ট্রট। ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার। অন্য জন অজয় জাডেজা। ভারতের প্রাক্তন ক্রিকেটার। বিশ্বকাপে আফগানিস্তানের অঘটনের নেপথ্যে রয়েছেন এঁরাই।

আফগানিস্তান দলের প্রধান কোচ হলেন ট্রট। ২০২২ সালের জুলাই মাস থেকে দায়িত্বে রয়েছেন তিনি। ট্রট দায়িত্ব নেওয়ার পরেই জানিয়ে দিয়েছিলেন, তাঁর অধীনে আফগান ক্রিকেটের ছবিটা বদলাবে। তাঁরা আক্রমণাত্মক ক্রিকেট খেলবেন। সেটা খেলতে গিয়ে কিছু ম্যাচ হারতে হতে পারে। তবে খেলার পদ্ধতি বদলাবেন না। ইংল্যান্ডের বিরুদ্ধে সেটাই দেখা গিয়েছে। ব্যাট করতে নেমে শুরু থেকে আক্রমণ করেছেন রহমানুল্লা গুরবাজ। পরে বোলারেরাও সেই একই কাজ করেছেন।

বিশ্বকাপের ঠিক আগে দলের পরামর্শদাতা হিসাবে নিয়োগ করা হয়েছে জাডেজাকে। ভারতের প্রাক্তন এই ব্যাটার যথেষ্ট অভিজ্ঞ। ঘরোয়া ক্রিকেটেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ভারতের মাটিতে কী পরিকল্পনা করে খেললে সাফল্য আসবে, সেই কাজে ট্রটকে সাহায্য করতে পারেন তিনি। দিল্লির উইকেটে যে ভাবে আফগান বোলারেরা খেললেন তাতে স্পষ্ট, জাডেজার পরামর্শ ভাল ভাবে মেনে চলেছেন তাঁরা।

সেই কারণেই হয়তো ম্যাচ জিতে আত্মবিশ্বাসী দেখিয়েছে আফগানিস্তানের অধিনায়ক হাসমাতুল্লা শাহিদিকে। আফগান অধিনায়ক বলেন, ‘‘বিরতিতে আমি দলের ছেলেদের বলেছিলাম, ‘২৮৪ রান যথেষ্ট। আমাদের ভাল বল করতে হবে। নিজেদের উপর বিশ্বাস রাখতে হবে।’ দলের ছেলেরা সেটা করে দেখিয়েছে। গত কয়েকটা ম্যাচে আমরা শেষটা ভাল করতে পারিনি। কিন্তু এই ম্যাচে করেছি। সবে তো শুরু। এটা প্রথম অঘটন হতে পারে, তবে শেষ নয়। আরও কয়েকটা ম্যাচে আমরা অঘটন ঘটাতে চাই।’’ ইংরেজ-ভারতীয়ের যুগলবন্দিতে আরও অঘটন ঘটাতে তৈরি হচ্ছেন রশিদ খানেরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE