Advertisement
০৭ মে ২০২৪
Asia Cup 2022

এশিয়া কাপে ব্যর্থতার দায় দ্রাবিড়-রোহিতের! কোচ-অধিনায়ককে একহাত প্রাক্তন নির্বাচক প্রধানের

এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছে ভারত। তার জন্য দলে অতিরিক্ত বদল দায়ী বলে মনে করেন ভারতের প্রাক্তন নির্বাচক প্রধান দিলীপ বেঙ্গসরকার। রাহুল দ্রাবিড় ও রোহিত শর্মাকে দায়ী করেছেন তিনি।

এশিয়া কাপে ব্যর্থতার জন্য দায়ী করা হচ্ছে দ্রাবিড়-রোহিতকে।

এশিয়া কাপে ব্যর্থতার জন্য দায়ী করা হচ্ছে দ্রাবিড়-রোহিতকে। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২২ ১৬:১৫
Share: Save:

এশিয়া কাপে ভারতের ব্যর্থতার জন্য দলের কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মাকে দায়ী করলেন দিলীপ বেঙ্গসরকার। দেশের প্রাক্তন নির্বাচক প্রধানের মতে, বেশি পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়েই ডুবল ভারত। এশিয়া কাপ পরীক্ষা-নিরীক্ষার জায়গা নয় বলে মনে করেন তিনি।

এশিয়া কাপ থেকে ভারত ছিটকে যাওয়ার পরে একটি সাক্ষাৎকারে বেঙ্গসরকার জানিয়েছেন, এশিয়া কাপের মতো বড় প্রতিযোগিতায় ভারতের উচিত ছিল জেতার চেষ্টা করা। তিনি বলেছেন, ‘‘দ্রাবিড়-রোহিত বার বার পরীক্ষা-নিরীক্ষার কথা বলছে। কিন্তু সেটা কখন করতে হবে, বুঝতে হবে। এশিয়া কাপ সেটার সময় নয়। ওরা ভুল করেছে। ওদের এই ভুলের জন্য দলকে ডুবতে হয়েছে। ওদের উচিত ছিল জেতার চেষ্টা করা।’’

বেঙ্গসরকার মানছেন যে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সেরা দল তৈরি করতে হলে সবাইকে সুযোগ দেওয়া উচিত। কিন্তু তার একটা সময় থাকে। ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার বলেছেন, ‘‘দলে পরীক্ষা-নিরীক্ষা চলতেই পারে। কিন্তু সেটা দ্বিপাক্ষিক সিরিজে। এশিয়া কাপের মতো প্রতিযোগিতায় নয়। ওরা দীনেশ কার্তিককে নিল। কিন্তু ওকে খেলাল না। পরে আবার শ্রীলঙ্কার বিরুদ্ধে রবিচন্দ্রন অশ্বিনকে খেলাল। বুঝতে পারছি, টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সেরা দল তৈরি করতে চাইছে ওরা। তাই সবাইকে সুযোগ দেওয়া হচ্ছে। কিন্তু এশিয়া কাপে সেটা করা উচিত নয়।’’

এশিয়া কাপ জিততে পারলে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতীয় ক্রিকেটারদের মনের জোর অনেকটা বাড়ত বলে মনে করেন বেঙ্গসরকার। তাই ভারতের আরও গুরুত্ব দিয়ে এই সিরিজ খেলা উচিত ছিল বলে জানিয়েছেন তিনি। বেঙ্গসরকার বলেন, ‘‘এশিয়া কাপ বড় প্রতিযোগিতা। এখানে জিততে পারলে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোহলীদের মনোবল অনেকটা বাড়ত। কিন্তু সেটা হল না। উল্টে কিছুটা চাপের মধ্যে বিশ্বকাপ খেলতে নামবে ভারত।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE