সেটি ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। এটি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল। সে বার ছিল একটি স্কুপ শট। এ বার দু’টি। ২০০৭ সালের পর ২০২১ সাল। ১৪ বছর পরে সেই স্কুপ শটই শেষ করে দিল পাকিস্তানের বিশ্বজয়ের স্বপ্ন।
২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। সে বার মিসবা উল হকের স্কুপ শট শেষ করে দিয়েছিল পাকিস্তানের বিশ্বকাপ জেতার সম্ভাবনা। এ বার ম্যাথু ওয়েডের দু’টি স্কুপ শট সেই টি-টোয়েন্টি বিশ্বকাপে হারিয়ে দিল পাকিস্তানকে।
২০০৭ সালে মহেন্দ্র সিংহ ধোনির ভারত প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৫৭ রান তোলে। শেষ ওভারে ১৩ রান দরকার ছিল পাকিস্তানের, হাতে ছিল এক উইকেট। ক্রিজে ছিলেন মিসবা ও মহম্মদ আসিফ। যোগিন্দর শর্মার প্রথম বলটি ওয়াইড হয়। পরের বলে মিসবা রান নিতে পারেননি। তার পরের বলে ছক্কা মারেন। শেষ চার বলে ছয় রান দরকার ছিল পাকিস্তানের। সবাই ধরে নিয়েছিলেন, পাকিস্তানই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে। যোগিন্দরের ফুল লেংথ বল শর্ট ফাইন লেগের উপর দিয়ে মিসবা স্কুপ মারতে যান। ব্যটে-বলে একেবারেই হয়নি। বল সোজা শ্রীসন্থের হাতে চলে যায়। পাকিস্তান পাঁচ রানে হেরে যায়।