আইপিএলের চলতি মরসুম একেবারেই ভাল যায়নি রশিদ খানের। গুজরাত টাইটান্স প্লে-অফ পাকা করলেও আফগান স্পিনারের ফর্ম নিয়ে চিন্তা বাড়ছে শুভমন গিলের। আইপিএলের লজ্জার রেকর্ড গড়েছেন রশিদ। সতীর্থ মহম্মদ সিরাজের নজিরে ভাগ বসিয়েছেন তিনি। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলার সময় এই নজির গড়েছেন আফগান স্পিনার রশিদ।
আইপিএলের এক মরসুমে সবচেয়ে বেশি ছক্কা খাওয়ার রেকর্ড গড়েছেন রশিদ। চলতি মরসুমে তাঁর বলে ৩১টা ছক্কা মেরেছেন ব্যাটারেরা। কোনও বিদেশি বোলার এক মরসুমে এত ছক্কা খাননি। চেন্নাইয়ের বিরুদ্ধে তিনটে ছক্কা খেয়েছেন রশিদ। শেষ তিন ওভারের প্রতিটায় একটা করে ছক্কা খেয়েছেন তিনি। চার ওভারে ৪২ রান দিয়েছেন রশিদ। নিয়েছেন ডেভন কনওয়ের উইকেট।
সব মিলিয়ে আর এক জন বোলারেরই এই লজ্জার কীর্তি রয়েছে। ২০২২ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলার সময় এক মরসুমে ৩১টা ছক্কা খেয়েছিলেন সিরাজ। এ বার তিনি গুজরাতে রশিদেরই সতীর্থ।
আরও পড়ুন:
গুজরাতের দলের প্রধান খেলোয়াড়দের মধ্যে একজন রশিদ। তাঁকে ধরে রেখেছে গুজরাত। কিন্তু চোট সারিয়ে ফেরার পর এখনও নিজের ছন্দ ফিরে পাননি রশিদ। এ বার ১৪টা ম্যাচেই খেলেছেন তিনি। নিয়েছেন মাত্র ৯ উইকেট। তাঁর বোলিং গড় ৫১। ১৪টা ম্যাচে ৪৩৭ রান দিয়েছেন রশিদ। অর্থাৎ, ওভার প্রতি ৯.৪৭ রান দিয়েছেন তিনি। রশিদ ছন্দে থাকলে এ বার আরও কিছুটা সুবিধা হত গুজরাতের। কিন্তু তিনি ফর্মে না থাকায় দলের বোলিং আক্রমণে সমস্যা হচ্ছে।