Advertisement
E-Paper

বুধবার ইডেনে নামছে সূর্যবংশী, বাংলার বিরুদ্ধে ক্রিকেটে ফিরছেন হার্দিক, মুস্তাক আলিতে নজরে শামি-পৃথ্বী-বেঙ্কটেশেরাও

বুধবার থেকে শুরু সৈয়দ মুস্তাক আলি ট্রফি। আইপিএলের নিলামের আগে এই টি-টোয়েন্টি প্রতিযোগিতা বেশ কয়েক জন ক্রিকেটারের জন্য গুরুত্বপূর্ণ। চোট সারিয়ে বুধবার মাঠে ফিরছেন হার্দিক পাণ্ড্য।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৫ ১৭:৩৯
Picture of Vaibhav Suryavanshi

বৈভব সূর্যবংশী। —ফাইল চিত্র।

আইপিএল নিলামের ২০ দিন আগে বুধবার থেকে শুরু হচ্ছে সৈয়দ মুস্তাক আলি ট্রফি। ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতার দিকে নজর থাকবে আইপিএলের দলগুলির। এই প্রতিযোগিতার দিকে তাকিয়ে রয়েছেন একাধিক ক্রিকেটারও। ইডেনে খেলবেন বৈভব সূর্যবংশী। হার্দিক পাণ্ড্য, মহম্মদ শামি, আকাশ দীপ, পৃথ্বী শ, বেঙ্কটেশ আয়ারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই প্রতিযোগিতা।

বৈভব সূর্যবংশী

এ বার সৈয়দ মুস্তাক আলি ট্রফির অন্যতম আকর্ষণ হতে চলেছে সূর্যবংশী। ১৪ বছরের আগ্রাসী ব্যাটার বিহারের সহ-অধিনায়ক। বুধবার মাঠে নামবে সূর্যবংশী। ইডেন গার্ডেন্সে চণ্ডীগড়ের বিরুদ্ধে ম্যাচ রয়েছে বিহারের। সূর্যবংশীর ব্যাটিং নজর কেড়েছে ক্রিকেট বিশ্বের। যে কোনও ম্যাচেই তাই কিশোর ব্যাটারকে ঘিরে আলাদা আগ্রহ থাকে ক্রিকেটপ্রেমীদের।

হার্দিক পাণ্ড্য

গত এশিয়া কাপে চোট পাওয়ার পর আর প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি হার্দিক। ভারতীয় দলের অলরাউন্ডার সৈয়দ মুস্তাক আলি ট্রফি খেলবেন বডোদরার হয়ে। বুধবার হায়দরাবাদে বাংলার মুখোমুখি হবে বডোদরা। অভিমন্যু ঈশ্বরণদের বিরুদ্ধে মাঠে নামবেন হার্দিক। এই প্রতিযোগিতায় হার্দিকের পারফরম্যান্স ভারতীয় দলের জন্যও গুরুত্বপূর্ণ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় শুরু হবে ৯ ডিসেম্বর থেকে। তার আগে এই প্রতিযোগিতায় হার্দিককে দেখে নিতে পারবেন অজিত আগরকরেরা।

মহম্মদ শামি

মহম্মদ শামিও নিশ্চিত ভাবে গুরুত্ব দেবেন সৈয়দ মুস্তাক আলি ট্রফিকে। গত চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে ভারতীয় দলে ব্রাত্য হয়ে রয়েছেন শামি। রঞ্জি ট্রফিতে নিয়মিত উইকেট পেলেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের দলে তাঁকে রাখা হয়নি। এর আগে ওয়েস্ট ইন্ডিজ় এবং ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়েও সুযোগ পাননি। বাংলার হয়ে ভাল পারফরম্যান্স ভারতীয় দলে ফেরার তাঁর দাবি মজবুত করতে পারে।

আকাশ দীপ

আইপিএলে দল নেই বাংলার আকাশেরও। লখনউ সুপার জায়ান্টস কর্তৃপক্ষ তাঁকে ছেড়ে দিয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের দলে থাকলেও খেলার সুযোগ পাননি। বুধবার তাঁর বাংলার হয়ে খেলার সম্ভাবনা নেই। কারণ তিনি ভারতীয় দলের সঙ্গে গুয়াহাটিতে রয়েছেন। তাঁকে সম্ভবত ২৮ নভেম্বর গুজরাতের বিরুদ্ধে পাবেন ঈশ্বরণেরা। সেই ম্যাচে না হলেও ৩০ নভেম্বর পঞ্জাবের বিরুদ্ধে খেলবেন ভারতীয় দলের জোরে বোলার। আইপিএল নিলামের আগে তাঁর জন্যও গুরুত্বপূর্ণ সৈয়দ মুস্তাক আলি ট্রফি।

পৃথ্বী শ

পৃথ্বীর জন্যও গুরুত্বপূর্ণ হতে চলেছে সৈয়দ মুস্তাক আলি ট্রফি। আইপিএলে দল নেই তরুণ ব্যাটারের। গত বছর নিলামে কোনও দলই তাঁর প্রতি আগ্রহ দেখায়নি। ঘরোয়া ক্রিকেট এবং আইপিএলে টানা ব্যর্থতা, একের পর এক বিতর্কে জড়িয়ে পড়া তাঁর বিপক্ষে গিয়েছে। গত মরসুমে মুম্বই দল থেকেও বাদ পড়তে হয়েছিল পৃথ্বীকে। ক্রিকেটজীবন বাঁচাতে পৃথ্বী এ বার মহারাষ্ট্রের হয়ে খেলছেন। বুধবার তিনিও নামবেন মাঠে। কলকাতায় ইডেন গার্ডেন্সে মহারাষ্ট্রের ম্যাচ জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে। প্রতিযোগিতায় ভাল পারফরম্যান্স পৃথ্বীর সামনে আবার খুলে দিতে পারে আইপিএলের দরজা।

বেঙ্কটেশ আয়ার

সৈয়দ মুস্তার আলি ট্রফিতে নিজেকে প্রমাণ করতে হবে বেঙ্কটেশ আয়ারকেও। গত বছর আইপিএলের নিলামে ২৩ কোটি ৭৫ লাখ টাকা দিয়ে বেঙ্কটেশকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। করা হয়েছিল সহ-অধিনায়কও। কিন্তু প্রত্যাশার ধারে কাছেও পৌঁছোতে পারেননি বেঙ্কটেশ। হতাশ কেকেআর কর্তৃপক্ষ তাঁকে এ বার ছেড়ে দিয়েছে। আইপিএল নিলামের আগে বেঙ্কটেশের সামনে বড় সুযোগ এই প্রতিযোগিতা। বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসে মধ্যপ্রদেশ মুখোমুখি হবে হায়দরাবাদের। নজর থাকবে বেঙ্কটেশের দিকে।

Syed Mushtaq Ali Trophy BCCI Hardik Pandya Vaibhav Suryavanshi Mohammed Shami Prithvi Shaw IPL Auction
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy