গত বছরটা স্মরণীয় গিয়েছে তাঁর। আইপিএল থেকে এক দিনের ক্রিকেট থেকে ঘরোয়া ক্রিকেট— যেখানেই খেলেছেন দাপট দেখিয়েছেন। সব ঠিক থাকলে নতুন বছরটাও ভাল যেতে চলেছে কোহলির। নতুন বছরে অনেক বারই মাঠে দেখা যাবে তাঁকে।
গত বছর টেস্ট থেকে অবসর নিলেও তার আগে বেঙ্গালুরুর হয়ে প্রথম বার আইপিএল জিতেছেন কোহলি। বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া গিয়ে এবং ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে রান করেছেন। তার পর ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ দিন বাদে খেলতে নেমে শতরান এবং অর্ধশতরান করেছেন।
কোহলির নতুন বছর শুরু হতে পারে ঘরোয়া ক্রিকেট দিয়েই। ৬ জানুয়ারি রেলওয়েজ়ের বিরুদ্ধে দিল্লির হয়ে খেলার কথা রয়েছে তাঁর। তার পরদিনই কোহলিকে জাতীয় শিবিরে যোগ দিতে হবে। ১১ জানুয়ারি থেকে শুরু নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়।
এর পর কোহলিকে দেখা যাবে আইপিএলে। বেঙ্গালুরুর হয়ে আইপিএল ধরে রাখার লড়াইয়ে নামবেন তিনি। নিলামের কারণে এ বার পাশে পাবেন অনেক নতুন সতীর্থকে। তবে চিন্নাস্বামী স্টেডিয়ামেই খেলতে পারবেন কি না, তা এখনও স্পষ্ট নয়।
দেশের হয়ে কোহলিকে আবার খেলতে দেখা যাবে জুনে। ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে তিনটি এক দিনের ম্যাচ খেলবে ভারত। পরের মাসেই ভারতীয় দল যাবে ইংল্যান্ডে। সেখানে আয়োজক দেশের বিরুদ্ধে তিনটি এক দিনের ম্যাচ খেলবে।
বছরের শেষ দু’মাস আবার ভারতীয় সমর্থকেরা দেশের মাটিতে কোহলিকে দেখতে পাবেন। অক্টোবর-নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে এক দিনের সিরিজ় রয়েছে। এর পর নভেম্বর-ডিসেম্বরে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে সিরিজ় হয়েছে। দু’টি তিন ম্যাচের সিরিজ়।
আরও পড়ুন:
অর্থাৎ সব ঠিক থাকলে কোহলিকে দেশের জার্সিতে অন্তত ১৫টি ম্যাচে খেলতে দেখা যাবে। এ ছাড়া আইপিএলে অন্তত ১৪টি ম্যাচ খেলবে বেঙ্গালুরু। নকআউটে উঠলে আরও বেশি ম্যাচ খেলতে পারেন কোহলি।