ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্টে আবার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) নিয়ম ভাঙলেন শুভমন গিল। প্রথম দিন খেলা শুরুর আগে জাতীয় সঙ্গীতের সময় দেখা যায়, সাদা জার্সির নীচে লাল রঙের গেঞ্জি পরেছেন শুভমন। যা ক্রিকেটের নিয়মবিরুদ্ধ।
আইসিসির নিয়মের ১৯.৪৪ ধারা অনুযায়ী টেস্ট ম্যাচ খেলতে হয় সাদা জার্সি পরে। জার্সির নীচে গেঞ্জি বা অন্য কিছু পরলে (বাইরে থেকে দেখা গেলে) তার রংও সাদা হতে হবে। অন্য কোনও রঙের পোশাক ব্যবহার করা যায় না। লর্ডসে তাঁকে ভিতরে লাল গেঞ্জি পরে মাঠে নামার জন্য শাস্তির মুখে পড়তে হতে পারত। তবে উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে এ বারও বেঁচে গেলেন ভারতীয় দলের অধিনায়ক।
লর্ডস টেস্টে টসের সময়ও শুভমনের জার্সির নীচের লাল রঙের গেঞ্জিটি দেখা যাচ্ছিল। পরে জাতীয় সঙ্গীতের সময় সতীর্থদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে শুভমন খেয়াল করেন, আবার আইসিসির নিয়ম ভেঙে ফেলেছেন। সঙ্গে সঙ্গে তিনি জার্সির বোতাম গলা পর্যন্ত আটকে নেন। ঢাকা পড়ে যায় তাঁর লাল রঙের গেঞ্জি। ফলে শাস্তি এড়াতে পেরেছেন তিনি।
আরও পড়ুন:
উল্লেখ্য, সিরিজ়ের প্রথম টেস্টেও এমন ঘটনা ঘটিয়েছিলেন শুভমন। সে বার কালো রঙের মোজা পরে মাঠে নেমে পড়েছিলেন। প্রথম বার হওয়ায় শাস্তি এড়াতে পেরেছিলেন। এ বার তাঁকে শাস্তি পেতে হত। কারণ এ বার আর নিয়ম জানেন না বলার সুযোগ ছিল না। কিন্তু লাইনে দাঁড়ানোর পরই ভিতরের লাল গেঞ্জি ঢেকে ফেলায় শাস্তি পেতে হবে না শুভমনকে।