কানপুরের মাঠে টেস্টের এক বনাম দুই লড়াই চলছে। দুই নম্বরে থাকা ভারতের সামনে সুযোগ রয়েছে নিউজিল্যান্ডকে হারিয়ে এক নম্বরে উঠে আসার। কিন্তু সেটা করতে হলে শুধু সিরিজ জিতলেই হবে না, হোয়াইটওয়াশ করতে হবে কিউয়িদের।
কানপুরে প্রথম টেস্টে ভারতকে জিততেই হবে। তবেই এক নম্বর হওয়ার রাস্তা পরিষ্কার হবে অজিঙ্ক রহাণেদের। টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হার এখনও দগদগে ভারতীয় সমর্থকদের মনে। সেই নিউজিল্যান্ডকে ঘরের মাঠে পেয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতে কাটা ঘায়ে কিছুটা প্রলেপ দিতে পারেন রহাণেরা।
কানপুরে জিতে, মুম্বইয়ে ড্র করলে ভারত সিরিজ জিতবে, কিন্তু টেস্টের ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করতে পারবে না। এই মুহূর্তে ২২ ম্যাচে ১২৬ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। ২৫ ম্যাচে ভারতের রেটিং পয়েন্ট ১১৯। ঘরের মাঠে নিউজিল্যান্ডকে ২-০ ব্যবধানে হারিয়ে দিলে শীর্ষে উঠে আসতে পারবে ভারত।
কানপুরে প্রথম ইনিংসে ৩৪৫ রান তুলেছে ভারত। শ্রেয়স আয়ারের অভিষেক ম্যাচে শতরান নজির গড়লেও ভারতের বড় রান তোলার পথে বাধা হয়ে দাঁড়ান টিম সাউদি। একাই পাঁচ উইকেট নিয়ে দ্বিতীয় দিনের শুরুতেই ভারতকে ধাক্কা দেন তিনি। নিউজিল্যান্ডকে দ্রুত আউট করার জন্য রবিচন্দ্রন অশ্বিনদের দিকে তাকিয়ে ভারত।