Advertisement
০৪ মে ২০২৪
India Cricket

পাঁচ কারণ: কেন অস্ট্রেলিয়ার কাছে হারতে হল ভারতকে

শুরুতেই অস্ট্রেলিয়ার কাছে হেরে সিরিজে পিছিয়ে পড়ল ভারত। কোন পাঁচ কারণে হারতে হল রোহিত শর্মাদের? বিশ্লেষণে আনন্দবাজার অনলাইন।

হতাশ অধিনায়ক রোহিত শর্মা।

হতাশ অধিনায়ক রোহিত শর্মা। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২২ ২২:৪৯
Share: Save:

অস্ট্রেলিয়ার কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই হেরে গেল ভারত। কেন হারতে হল রোহিত শর্মার ভারতকে? পাঁচ কারণ খুঁজল আনন্দবাজার অনলাইন।

এক, অক্ষর পটেল ছাড়া ভারতীয় বোলারদের জঘন্য বোলিং। বিশেষ করে এক জন জোরে বোলারও ভাল বল করতে পারেননি। ভুবনেশ্বর কুমার চার ওভারে ৫২ রান দেন। হর্ষল পটেল চার ওভারে ৪৯ রান দেন। হার্দিক পাণ্ড্যর দু’ওভারে ওঠে ২২ রান। উমেশ যাদবের দু’ওভারে ওঠে ২৭ রান।

দুই, যুজবেন্দ্র চহালকে পুরো কোটা বলই করানো যায়নি। তিনি প্রথম তিন ওভারে ৩৮ রান দেন। কোনও উইকেট পাননি। একেবারে শেষ ওভারে তাঁকে আবার বল দেন রোহিত। ৩.২ ওভারে ৪২ রানে শেষ করেন তিনি।

তিন, মোক্ষম সময়ে অক্ষর এবং কেএল রাহুল ক্যাচ ফেলেন। অষ্টম ওভারে মিড উইকেটে ক্যামেরন গ্রিনের ক্যাচ ফেলেন অক্ষর। পরের ওভারে লং অফে স্টিভ স্মিথের ক্যাচ ফেলেন রাহুল।

চার, পাঁচ ওভারের মধ্যেই রোহিত শর্মা এবং বিরাট কোহলীর উইকেট হারানো। উইকেটে যেখানে কিছুই ছিল না, সেখানে এই দু’জন রান পেলে ভারতের রান ২৫০-র কাছাকাছি পৌঁছে যেতে পারত।

পাঁচ, গ্রিন, স্মিথ, ওয়েড যখন মারতে শুরু করেন, তখন তাঁদের থামানোর জন্য রোহিতের কোনও দ্বিতীয় পরিকল্পনা ছিল না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

India Cricket India vs Australia Rohit Sharma
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE