Advertisement
২৬ মার্চ ২০২৩
India vs Australia

সিরিজ শুরুর আগেই বিতর্ক, পিচের দফারফা করেছেন রোহিতরা! আইসিসির হস্তক্ষেপ চান স্মিথরা

ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের আগে নাগপুরের পিচ নিয়ে শুরু হয়েছে চরম বিতর্ক। ভারতের বিরুদ্ধে নাক গলানোর অভিযোগ করে আইসিসির হস্তক্ষেপ দাবি করেছে অস্ট্রেলিয়া।

Picture of Indian cricketer Virat Kohli and Rohit Sharma

টেস্ট শুরুর আগেই পিচ বিতর্কে রোহিত, কোহলিরা। তাঁদের বিরুদ্ধে ঘূর্ণি উইকেট তৈরির অভিযোগ অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:১৭
Share: Save:

নাগপুরে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট শুরু হওয়ার আগে পিচ বিতর্কে জেরবার দু’দল। অস্ট্রেলিয়ার অভিযোগ, নাগপুরে পা রেখেই পিচ নিয়ে নাক গলানো শুরু করেছেন রোহিত শর্মারা। তাঁদের পছন্দ মতো পিচ তৈরি করতে গিয়ে ঘূর্ণি উইকেট বানানো হচ্ছে। তাতে উইকেটের দফারফা হয়ে হয়ে যাচ্ছে বলে অভিযোগ অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের।

Advertisement

ফক্স স্পোর্টসের বেশ কয়েক জন সাংবাদিক রয়েছেন নাগপুরে। তাঁদের দাবি, ভারতীয় ক্রিকেটাররা নাগপুরে নামার পরে পিচ প্রস্তুতকারককে ঘূর্ণি উইকেট তৈরি করার নির্দেশ দিয়েছেন। তার পরেই পিচ সে ভাবে তৈরি করা হচ্ছে। পিচের মাঝে জল দেওয়া হচ্ছে। কিন্তু বাঁ হাতি ব্যাটারদের ঠিক সামনের এলাকায় জল দেওয়া হচ্ছে না। পিচের সেই জায়গাটা শুকনো রাখা হচ্ছে, যাতে তাড়াতাড়ি বল ঘুরতে শুরু করে।

Picture of Nagpur pitch

নাগপুরের এই পিচ নিয়েই শুরু হয়েছে বিতর্ক ছবি: টুইটার

অস্ট্রেলিয়া দলের অভিযোগ, ঘূর্ণি উইকেট তৈরি করে তাদের চাপে ফেলার চেষ্টা করা হচ্ছে। কারণ, অস্ট্রেলিয়ার প্রথম আট ব্যাটারের মধ্যে ছ’জন বাঁ হাতি। অন্য দিকে ভারতীয় দলে রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেলের মতো বাঁ হাতি স্পিনার রয়েছে। সেটাই কাজে লাগানোর চেষ্টা করছে ভারত। আইসিসিকে হস্তক্ষেপ করার দাবি জানিয়েছে অস্ট্রেলিয়া। যদিও এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ জানানো হয়নি।

এর আগে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে প্রথমে রাঁচি ও পরে লখনউয়ের উইকেট নিয়ে তীব্র বিতর্ক হয়েছিল। পিচ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিল ভারত-নিউ জ়িল্যান্ড দু’দলই। এ বার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের আগেও সেই পিচ নিয়ে বিতর্ক শুরু হল।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.