Advertisement
২১ মার্চ ২০২৩
India vs Australia

জাডেজা, অশ্বিন, অক্ষর, কুলদীপ! নাগপুরে প্রথম একাদশে কারা? কী জবাব রোহিতের?

নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের প্রথম একাদশে কোন কোন স্পিনার খেলবেন? ম্যাচের আগের দিন সেই প্রশ্নের জবাব দিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

File picture of Rohit Sharma

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতীয় দলে কোন কোন স্পিনার খেলবেন তার জবাব দিলেন রোহিত শর্মা। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৩৪
Share: Save:

নাগপুরের পিচ দেখে পরিষ্কার, ঘূর্ণির ধাঁধায় অস্ট্রেলিয়াকে ফেলতে চাইছে ভারত। রোহিত শর্মাদের দলে রয়েছেন চার স্পিনার। রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল ও কুলদীপ যাদব। তাঁদের মধ্যে কারা এগিয়ে রয়েছেন ভারতের প্রথম একাদশে ঢোকার লড়াইয়ে? অধিনায়ক রোহিত তার জবাব দিলেন। কিন্তু তাঁর কথায় ধোঁয়াশা কাটল না।

Advertisement

ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে রোহিত বলেছেন, ‘‘চার জনই ভাল স্পিনার। অশ্বিন ও জাডেজা দীর্ঘ দিন একসঙ্গে খেলেছে। আবার অক্ষর, কুলদীপ যখনই সুযোগ পেয়েছে নিজেদের সেরাটা দিয়েছে। ব্যাটারদের চাপে রেখেছে। তাই এখনই বলা যাচ্ছে না কারা খেলবে। পিচ দেখে সিদ্ধান্ত নেব আমরা।’’

দলে স্পিনারদের বিকল্প বেশি থাকায় খুশি রোহিত। প্রত্যেকের আলাদা আলাদা ভূমিকা রয়েছে বলে মনে করেন তিনি। রোহিত বলেছেন, ‘‘ইংল্যান্ডের বিরুদ্ধে অক্ষর ২৭ উইকেট নিয়েছিল। কুলদীপ আবার বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের সেরা হয়েছে। অশ্বিন-জাডেজা অনেক অভিজ্ঞ। চার জনই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু ওদের বল করার ধরন আলাদা। তাই অস্ট্রেলিয়ার ব্যাটারদের কারা বেশি সমস্যায় ফেলতে পারবে সে কথা মাথায় রাখছি।’’

নাগপুরে তিন স্পিনার খেলানোর সম্ভাবনা সব থেকে বেশি। সে দিক থেকে দেখতে গেলে যে তিন স্পিনারের প্রথম একাদশে খেলার সম্ভাবনা বেশি তাঁরা হলেন অশ্বিন, জাডেজা ও অক্ষর। তার একমাত্র কারণ, তাঁদের ব্যাট করার ক্ষমতা। রোহিতের কথাতেই সেটা স্পষ্ট। ভারত অধিনায়ক বলেছেন, ‘‘অস্ট্রেলিয়াকে হারাতে হলে বোলারদেরও রান করতে হবে। আমার দলে এমন স্পিনার রয়েছে যারা ব্যাট হাতে শতরান করার ক্ষমতা রাখে। তাই বল করার পাশাপাশি ব্যাটিংয়ের দিকটাও মাথায় রাখব আমরা।’’

Advertisement

নাগপুরের পিচ নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। অস্ট্রেলিয়ার অভিযোগ, স্পিনারদের কথা মাথায় রেখে পিচ তৈরি করছে ভারত। কিন্তু স্টিভ স্মিথরাও তো চার জন স্পিনার নিয়ে এসেছে। তাঁদের সামনে তো খেলতে হবে ভারতকেও। তাতে কোনও সমস্যা হবে না বলে মনে করেন রোহিত। তিনি বলেছেন, ‘‘আমরা ঘরোয়া ক্রিকেট থেকেই ঘূর্ণি পিচে খেলি। স্পিনের বিরুদ্ধে খেলার মানসিকতা অনেক আগে থেকেই আমাদের তৈরি। পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করব। এখন থেকে চাপ নেওয়ার কোনও কারণ নেই।’’

বৃহস্পতিবার থেকে নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে খেলতে নামবে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে গেলে চার ম্যাচের সিরিজ়ে অস্ট্রেলিয়াকে ২-০, ৩-১ বা ৪-০ ব্যবধানে হারাতে হবে রোহিতদের। তারই প্রস্তুতি শুরু করে দিয়েছেন তাঁরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.