Advertisement
১৩ অক্টোবর ২০২৪
India vs Australia

১১২ উইকেট! রোহিত, কোহলিদের দেখলেই বার বার ফুঁসে ওঠেন, লায়ন টপকে গেলেন কুম্বলেকে

ভারতীয় ব্যাটাররা স্পিন বল খেলায় দক্ষ হলেও দারুণ সফল লায়ন। ইনদওরে ভাঙলেন বর্ডার-গাওস্কর সিরিজ়ে কুম্বলের সর্বোচ্চ উইকেটের নজির। আরও একটি রেকর্ড গড়ার সম্ভাবনা রয়েছে তাঁর।

picture of Nathan Lyon

ইনদওরে লায়নের ৮ উইকেটের উচ্ছ্বাস। ছবি: পিটিআই

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ মার্চ ২০২৩ ১৮:১৬
Share: Save:

রোহিত শর্মা, শুভমন গিল, চেতেশ্বর পুজারা, রবীন্দ্র জাডেজা, শ্রীকর ভরত, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব, মহম্মদ সিরাজ। ভারতের টেস্ট দল নয়। ইনদওর টেস্টে রোহিতদের দ্বিতীয় ইনিংসে নাথান লায়নের শিকারের নাম! ভারতের মাটিতে স্পিন সহায়ক পিচে ৮ উইকেট তুলে নিয়েছেন অস্ট্রেলিয়ার অফ স্পিনার।

ইনদওরের ২২ গজে ৬৪ রানে ৮ উইকেট নিলেন লায়ন। টেস্ট ক্রিকেটে নিজের দ্বিতীয় সেরা বোলিং করলেন ভারতের মাটিতে। তাঁর সেরা টেস্ট বোলিংও ভারতের বিরুদ্ধেই। ২০১৭ সালে বেঙ্গালুরুতে ৫০ রান দিয়ে নিয়েছিলেন ৮ উইকেট। ভারতের বিরুদ্ধে লায়নের সাফল্যের খতিয়ান এখানেই শেষ নয়। বরং বেশ বড়। স্পিন বল খেলতে দক্ষ ভারতীয় ব্যাটারদের বিরুদ্ধে সব সময়ই সাফল্য পেয়েছেন তিনি। টেস্ট ক্রিকেটে তাঁর সেরা পাঁচটি বোলিংয়ের চারটিই ভারতের বিরুদ্ধে। অন্য একটি বাংলাদেশের বিরুদ্ধে। ২০১৪ সালে অ্যাডিলেডে ১৫২ রানে ৭ উইকেট নিয়েছিলেন লায়ন। তাঁর সেরা পাঁচ পারফরম্যান্সের চারটি উপমহাদেশের মাটিতে।

স্পিন বল খেলার ক্ষেত্রে ভারতীয় ব্যাটারদের সুনাম রয়েছে। তবু বর্ডার-গাওস্কর সিরিজ়ে লায়নের পরিসংখ্যান যে কোনও স্পিনারের কাছেই ঈর্ষণীয়। বৃহস্পতিবার ৮ উইকেট নিয়ে লায়ন ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ়ের সফলতম স্পিনার হলেন। ভেঙে দিলেন অনিল কুম্বলের ১১১টি উইকেটের রেকর্ড। এখন তাঁর উইকেট সংখ্যা ১১২। প্রথম পাঁচের বাকি তিন জন অবশ্য ভারতের। তৃতীয় থেকে পঞ্চম স্থানে রয়েছেন অশ্বিন (১০৬), হরভজন সিংহ (৯৫) এবং জাডেজা (৮৪)।

এই নিয়ে টেস্ট ক্রিকেটে ২৩ বার ইনিংসে ৫ উইকেট পেলেন লায়ন। ভারতের বিরুদ্ধে পেলেন নবম বার। এ ক্ষেত্রেও কুম্বলের রেকর্ড ভেঙে দিতে পারেন তিনি। বর্ডার-গাওস্কর ট্রফিতে ভারতের প্রাক্তন অধিনায়ক ১০ বার ইনিংসে পাঁচটি বা তার বেশি উইকেট নিয়েছিলেন।

প্রতি বারের মতো এ বারও ভারতীয় ব্যাটারদের সমস্যায় ফেলছেন লায়ন। চলতি বর্ডার-গাওস্কর সিরিজ়ে এখনও পর্যন্ত লায়ন পেয়েছেন ১৯ উইকেট। তিনটি টেস্টে ভারত ব্যাট করেছে পাঁচটি ইনিংস। অর্থাৎ ৫০টি উইকেটের মধ্যে ১৯টিই তাঁর দখলে। তিনিই সফরকারীদের সফলতম বোলার।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE