Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Ravindra Jadeja

জাডেজার উপর ক্ষিপ্ত গাওস্কর! দায়িত্বজ্ঞানহীন শটে আউট হওয়ায় রেগে আগুন সানি

শান্ত মাথায় খেলতে থাকা জাডেজা হঠাৎই আক্রমণাত্মক হয়ে উঠতে গিয়ে উইকেট খোয়ান। জাডেজাকে নিয়ে ক্ষিপ্ত সুনীল গাওস্কর ম্যাচের মাঝেই ক্ষোভ উগরে দিলেন।

ravindra jadeja

খারাপ শট খেলে জাডেজা আউট হওয়ার পরেই সমালোচনা গাওস্করের। ছবি: পিটিআই

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১২ মার্চ ২০২৩ ১৪:৩০
Share: Save:

ক্রিজে জমে গিয়েছিলেন। বিরাট কোহলির সঙ্গে জুটি বেঁধে রানও তুলছিলেন। আচমকাই ছন্দপতন। খারাপ শট খেলতে গিয়ে আমদাবাদ টেস্টে চতুর্থ দিনের শুরুতেই উইকেট হারালেন রবীন্দ্র জাডেজা। আউট হওয়ার ধরন নিয়ে উঠেছে প্রশ্ন। শান্ত মাথায় খেলতে থাকা জাডেজা হঠাৎই আক্রমণাত্মক হয়ে উঠতে গিয়ে উইকেট খোয়ান। জাডেজাকে নিয়ে ক্ষিপ্ত সুনীল গাওস্কর ম্যাচের মাঝেই ক্ষোভ উগরে দিলেন।

চতুর্থ দিনের অষ্টম ওভারে ফিরে যান জাডেজা। তৃতীয় দিনের শেষ দিকে এবং চতুর্থ দিনের শুরুতে তাঁকে বেশ শান্ত দেখাচ্ছিল। অষ্টম ওভারে টড মারফির বিরুদ্ধে আচমকাই আগ্রাসী হয়ে ওঠেন তিনি। সব বলই আড়াআড়ি ভাবে খেলছিলেন। মারফির একটি ফ্লাইট হওয়া বলে কভার ড্রাইভ মেরে আরও বেশি আগ্রাসী হয়ে ওঠেন তিনি। ধারাভাষ্যে থাকা গাওস্কর তখনই বলে ওঠেন, “আরে, ও কী করছে? হঠাৎ এ ভাবে খেলছে কেন? কেউ কি ওকে কিছু বলেছে?”

মারফি বুঝতে পেরেছিলেন, জাডেজার মনোসংযোগ বিঘ্নিত হয়েছে। তিনি একই জায়গায় বল ফেলতে থাকেন। এক বার মিড-অনে অল্পের জন্যে বেঁচে যান জাডেজা। পরের বলেই মিড-অনে উসমান খোয়াজার হাতে ক্যাচ দেন।

ধারাভাষ্যে গাওস্কর বলেন, “ও রকম শট খেলার কি দরকার ছিল? কোহলি মোটেও খুশি হয়নি। সাজঘরের কেউ খুশি হয়নি এটাও হলফ করে বলতে পারি। দ্রাবিড় নিজেও এ ধরনের শটকে মোটেও সমর্থন করবে না। ও নিজে ক্রিকেটজীবনে দায়িত্ব নিয়ে ইনিংস খেলেছে। সে জায়গায় এই মুহূর্তে জাডেজার দায়িত্বজ্ঞানহীন শট মেনে নেওয়া যায় না।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ravindra Jadeja Sunil Gavaskar India vs Australia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE