Advertisement
২০ এপ্রিল ২০২৪
India Vs Bangladesh

রবিবার শুরু ভারত বনাম বাংলাদেশ সিরিজ়, কোন চ্যানেলে দেখা যাবে ম্যাচ?

আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর। সেখানে তিনটি এক দিনের ম্যাচ এবং দু’টি টেস্ট খেলা হবে। কোথায় দেখা যাবে সব ম্যাচ?

কোন চ্যানেলে দেখা যাবে ভারতের খেলা?

কোন চ্যানেলে দেখা যাবে ভারতের খেলা? ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২২ ১৯:০৪
Share: Save:

আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর। ওই দিনই রয়েছে প্রথম এক দিনের ম্যাচ। তার পর আরও দু’টি এক দিনের ম্যাচ এবং দু’টি টেস্ট খেলবে ভারত। গোটা বাংলাদেশ সফরের ম্যাচ কোথায় দেখা যাবে, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তৈরি হয়েছে সমর্থকদের মনে।

নিউ জ়‌িল্যান্ডের বিরুদ্ধে কিছু দিন আগেই সীমিত ওভারের সিরিজ় খেলেছে ভারত। ওই ম্যাচগুলি শুরুর দিকে ভারতের কোনও চ্যানেলে দেখানো হয়নি। শুধু মাত্র অ্যামাজন প্রাইম অ্যাপে ম্যাচ দেখা যাচ্ছিল। পরের দিকে ডিডি স্পোর্টসে ম্যাচগুলি দেখানো হয়। তবে বাংলাদেশ সফর নিয়ে কোনও সমস্যা নেই। টিভি স্বত্ব পেয়েছে সোনি স্পোর্টস নেটওয়ার্ক। ফলে ভারত বনাম বাংলাদেশের সব ম্যাচই দেখা যাবে সেই নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে।

সোনির ছ’টি এসডি এবং এইচডি চ্যানেল রয়েছে। সেখানেই ম্যাচগুলি দেখানো হবে। ইংরেজির পাশাপাশি হিন্দি, তামিল এবং তেলেগু ভাষাতেও ম্যাচের ধারাভাষ্য দেওয়া হবে। টিভি চ্যানেলের পাশাপাশি সোনি লিভ অ্যাপেও ম্যাচ দেখা যাবে। যারা সোনি নেটওয়ার্কে খেলা দেখতে পাবেন না, তাদের কাছে সুযোগ রয়েছে ডিডি স্পোর্টসে খেলা দেখার। প্রায় ৩০ কোটি লোক খেলা দেখবেন বলে আশা করছেন চ্যানেল কর্তৃপক্ষ।

ভারত সফর ছাড়া ইংল্যান্ড যদি এশিয়া উপমহাদেশে খেলতে আসে, তা হলে সব ম্যাচই দেখা যাবে সোনিতে। সে কারণেই ইংল্যান্ড বনাম পাকিস্তান সিরিজ় সোনির চ্যানেলে দেখানো হচ্ছে। এ ছাড়া, শ্রীলঙ্কা, পাকিস্তান, বুন্দেশলিগা, ইউরোর ম্যাচ দেখা যাবে সোনিতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

India Vs Bangladesh Rohit Sharma sony
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE