কেপ টাউনে হয়তো শততম টেস্ট ম্যাচ খেলতে পারেননি বিরাট কোহলী। কিন্তু অন্য একটি ক্ষেত্রে ‘সেঞ্চুরি’ করে ফেললেন তিনি। বুধবার টেস্টে ১০০টি ক্যাচ হয়ে গেল কোহলীর। দ্বিতীয় দিনে দুর্ধর্ষ একটি ক্যাচ নিয়ে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি।
বুধবার কিগান পিটারসেনের সঙ্গে পঞ্চম উইকেটে লম্বা জুটি গড়ার থেকে এগোচ্ছিলেন টেম্বা বাভুমা। এমন সময় মহম্মদ শামির বোলিংয়ে প্রথম স্লিপে নীচু হয়ে আসা একটি ক্যাচ দুর্দান্ত ভাবে তালুবন্দি করেন তিনি। বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে কোহলীর নেওয়া সেই ক্যাচ দেখে মুগ্ধ হয়েছেন দর্শকরা। ৪৭ রানের জুটি ভাঙেন তিনি। সেই একই ওভারে উইকেটকিপার কাইল ভেরেনকে ফিরিয়ে দিয়ে ভারতকে ম্যাচে ফেরান শামি।