আইপিএলের প্লে-অফে উঠতে পারেনি রাজস্থান রয়্যালস। বাড়ি ফিরে গিয়েছে বৈভব সূর্যবংশী। শুক্রবার বিহারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পটনা বিমানবন্দরে তাঁর পা ছুঁল ১৪ বছরের বৈভব।
আইপিএলে ৩৫ বলে শতরান করে নজর কেড়েছিল বৈভব। মাত্র ১৪ বছর বয়সে আইপিএলে সুযোগ পাওয়া এবং রান করে সকলকে অবাক করে দিয়েছিল। সারা বিশ্বে তার নাম ছড়িয়ে পড়েছিল। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে শতরান করেছিল বৈভব। শুক্রবার মা, বাবার সঙ্গে পটনা এয়ারপোর্টে গিয়েছিল সে। সেখানেই দেখা করে মোদীর সঙ্গে। প্রধানমন্ত্রী সেই ছবি পোস্ট করে লেখেন, “পটনা বিমানবন্দরে তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী এবং তার পরিবারের সঙ্গে দেখা হল। সারা দেশ বৈভবের খেলায় মুগ্ধ। ভবিষ্যতের জন্য শুভেচ্ছ জানাই ওকে।”
আরও পড়ুন:
বৈভব রান করলেও তার দল রাজস্থান সাফল্য পায়নি। প্লে-অফে উঠতে পারেনি তারা। বৈভব সাতটি ম্যাচে ২৫২ রান করে। গুজরাতের বিরুদ্ধে তার ৩৮ বলে ১০১ রানের ইনিংস চমক লাগিয়ে দেয়। টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে কম বয়সে শতরান করার রেকর্ড গড়ে সে। আইপিএলের ইতিহাসে দ্রুততম শতরানের তালিকায় এটি দ্বিতীয় স্থানে।
এর আগেও মোদী বৈভবের প্রশংসা করেছিলেন। তিনি বলেছিলেন, “আইপিএলে বিহারের বৈভব সূর্যবংশীর খেলা দেখেছি। এত কম বয়সে বৈভব দারুণ রেকর্ড গড়েছে। তার এই সাফল্যের নেপথ্যে অনেকের পরিশ্রম রয়েছে।”