ইংল্যান্ড সফরে যাওয়ার আগেই শুরু হয়ে গেল বাগ্যুদ্ধ। জসপ্রীত বুমরাহ উড়িয়ে দিলেন ইংল্যান্ডের ‘বাজ়বল’। বেন স্টোকসদের খোঁচা দিলেন ভারতীয় পেসার।
ভারতীয় দলের জন্য ইংল্যান্ড সফর সব সময়েই কঠিন চ্যালেঞ্জ। সেই সফরে যাওয়ার আগে বুমরাহ চ্যালেঞ্জ জানিয়ে রাখলেন ইংল্যান্ডকে। প্রশ্ন তুলে দিলেন ‘বাজ়বল’ (ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাকালাম আক্রমণাত্মক ক্রিকেট খেলাচ্ছেন দলকে। যে হেতু তাঁর ডাকনাম ‘বাজ়’, ইংল্যান্ডের ক্রিকেটকে বাজ়বল বলা হচ্ছে।) নিয়ে।
বুমরাহ বলেন, “ইংল্যান্ডে খেলার জন্য মুখিয়ে থাকি আমি। ওদের ক্রিকেট খেলার ধরনটা আলাদা। তবে সেই ধরনটা আমি বুঝতে পারি না। বোলার হিসাবে আমি আত্মবিশ্বাসী। এক জন ব্যাটার যখন অতিরিক্ত আগ্রাসী হয়, তখন যে কেউ উইকেট নিতে পারে।”
আরও পড়ুন:
ইংল্যান্ডে টেস্ট খেলা হয় ডিউক বলে। সেটা বুমরাহের কাছে একটি চ্যালেঞ্জ। তিনি বলেন, “ইংল্যান্ডে খেলা সব সময়ই বড় পরীক্ষা। ডিউক বলে বল করতে ভাল লাগে। তবে এখন ডিউক বল কেমন ব্যবহার করবে তা জানি না। কারণ ওই বল মাঝে মাঝেই বদলে যায়। এখন কেমন হবে জানি না। তবে পরিবেশ বল সুইং করাতে সাহায্য করবে। বল নরম হয়ে গেলে যদিও সব সময়ই অসুবিধা হয়।”
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ়ে বুমরাহকে অতিরিক্ত ব্যবহার করেছিল ভারত। পাঁচ টেস্টে তিনি নিয়েছিলেন ৩২ উইকেট। সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসে যদিও চোটের কারণে বল করতে পারেননি বুমরাহ। সেই চোট সারিয়ে আইপিএলে ফিরেছেন তিনি। ইংল্যান্ডে সম্ভবত বুমরাহ তিনটি টেস্ট খেলবেন। তার বেশি টেস্ট খেলতে গেলে সমস্যায় পড়তে পারেন তিনি।