অ্যাডিলেডে রান করেছেন রোহিত শর্মা। রান করেছেন শ্রেয়স আয়ারও। দুই ক্রিকেটারের ব্যাটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৬৪ রান করেছে ভারত। কিন্তু সেই জুটির মাঝেই কথা কাটাকাটিতে জড়িয়েছেন রোহিত ও শ্রেয়স। স্টাম্প মাইক্রোফোনে ধরা পড়েছে দু’জনের কথোপকথন।
ঘটনাটি ঘটে একটি সিঙ্গল নেওয়াকে কেন্দ্র করে। জশ হেজ়লউডের বল ডিফেন্ড করে এক রান নেওয়ার চেষ্টা করেন রোহিত। কিন্তু শ্রেয়স তৈরি ছিলেন না। ফলে রান হয়নি। রান না হওয়ায় রেগে যান রোহিত। সরাসরি শ্রেয়সকে দায়ী করেন তিনি। জানান, তাঁকে ‘কল’ করতে হবে। পাল্টা রোহিতকে ‘কল’ করার কথা বলেন শ্রেয়স।
রোহিত— শ্রেয়স, এটা সিঙ্গল ছিল।
শ্রেয়স— আরে, তুমি কল করো না। আমাকে এ সব বোলো না।
রোহিত— আরে, তোকে কল করতে হবে। ও (হেজ়লউড) সাত নম্বর ওভার করছে ভাই।
শ্রেয়স— আমি ওর অ্যাঙ্গল বুঝতে পারছি না। তুমি কল করো না।
রোহিত— আমি কল করতে পারব না ভাই।
শ্রেয়স— তোমার সামনে বল। তোমাকেই তো করতে হবে।
আরও পড়ুন:
শ্রেয়সের এই কথা শুনে মাথা ঝাঁকিয়ে সেখানেই আলোচনা শেষ করে দেন রোহিত। তবে তাঁকে দেখে বোঝা যাচ্ছিল, শ্রেয়সের কথায় খুশি হননি তিনি। ইনিংসের শুরুতেই এক বার রান আউট হতে হতে বাঁচেন রোহিত। সেই সময় শুভমন গিলের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছিল তাঁর। কোনও রকমে ডাইভ দেওয়ায় বেঁচে যান তিনি।
পার্থে রান না পেলেও অ্যাডিলেডে রান পেয়েছেন রোহিত। ৭৩ রান করেন তিনি। শ্রেয়স ৬১ রান করেন। দু’জনের মধ্যে তৃতীয় উইকেটে ১১৩ রানের জুটি হয়। সেই জুটিই ভারতকে ২৬৪ রানে নিয়ে যায়।