ভারতের নির্বাচক প্রধান হওয়ার পর থেকে প্রায় প্রতি সিরিজ়েই আলোচনার বিষয় অজিত আগরকর। তাঁর দল নির্বাচন নিয়ে নানা জনে নানা মন্তব্য করেন। এ রকম অভিযোগও ওঠে যে, বিশেষ কয়েক জনের প্রতি পক্ষপাতিত্ব করেন তিনি। বৃহস্পতিবার অ্যাডিলেডে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের মাঝে হঠাৎ জানা গেল, সরিয়ে দেওয়া হয়েছে আগরকরকে! তাঁর বদলে ভারতের নির্বাচক প্রধান হয়েছেন রবি শাস্ত্রী। এ কথা শুনে শাস্ত্রী নিজেই থতমত খেয়ে যান।
অ্যাডিলেডে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে ধারাভাষ্য দিচ্ছিলেন মার্ক ওয় ও শাস্ত্রী। হঠাৎই অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার মার্ক বলেন, “আমি কোথাও যেন পড়লাম যে, তোমাদের নির্বাচক প্রধান বদলে গিয়েছে। তুমি নতুন নির্বাচক প্রধান হয়েছ।” মার্কের মুখে এ কথা শুনে প্রথমে কিছুটা থতমত খান শাস্ত্রী। তার পর তিনি বলেন, “না না। এমন কিছু হয়নি। তুমি ভুল শুনেছ।” সেখানেই এই কথোপকথন শেষ হয়ে যায়।
মার্ক ও শাস্ত্রীর এই কথোপকথনের ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল। অনেকে বলছেন, মার্কের কথা যেন সত্যি হয়। আগরকরকে যেন দ্রুত সরিয়ে দেওয়া হয়। সেই তালিকায় বিরাট কোহলি ও রোহিত শর্মার ভক্তেরা বেশি। আবার অনেকের মতে, না জেনে এই ধরনের মন্তব্য করা উচিত হয়নি মার্কের। তাঁর উচিত প্রকাশ্যে ক্ষমা চাওয়া।
আরও পড়ুন:
ভারতের নির্বাচক প্রধান হওয়ার পর ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ও এশিয়া কাপের দল নির্বাচন করেছেন। তিনটি দল নিয়েই শুরুতে আলোচনা হয়েছে। কিন্তু সাফল্য এনে দিয়েছেন তিনি। তিনটি প্রতিযোগিতাতেই চ্যাম্পিয়ন হয়েছে ভারত। দলের প্রাক্তন প্রধান কোচ রাহুল দ্রাবিড় ও বর্তমান প্রধান কোচ গৌতম গম্ভীর, দু’জনের সঙ্গে আগরকরের ভাল সম্পর্ক।
তবে অস্ট্রেলিয়া সিরিজ়ের দল ঘোষণার সময় আগরকর জানিয়েছেন, রোহিত ও কোহলি ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপে খেলবেন কি না তার নিশ্চয়তা নেই। তাঁর এই কথায় ক্ষুব্ধ দুই তারকার ভক্তেরা। মহম্মদ শামি ও সরফরাজ় খান জায়গা না পাওয়ায় আগরকরকে নিশানা করা হয়েছে। তার মাঝেই মার্কের মন্তব্যে আবার আলোচনা হল আগরকরকে নিয়ে।