৩১১ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে শূন্য রানে ২ উইকেট পড়ে গিয়েছিল ভারতের। দেখে মনে হচ্ছিল, ইনিংসে হারবে তারা। সেখান থেকে ১৪৩ ওভার ব্যাট করে টেস্ট বাঁচিয়েছে ভারত। শতরান করেছেন শুভমন গিল, রবীন্দ্র জাডেজা ও ওয়াশিংটন সুন্দর। ঠিক কখন তিনি বুঝে গিয়েছিলেন যে, এই টেস্ট বাঁচাতে পারবেন, তা জানিয়েছেন শুভমন।
‘ইন্ডিয়ান ক্রিকেট টিম’ সমাজমাধ্যমে একটা ভিডিয়ো দিয়েছে। সেখানে লড়াইয়ের নেপথ্য কাহিনি শুনিয়েছেন ভারত অধিনায়ক। শুভমন বলেন, “শূন্য রানে ২ উইকেট পড়ার পর রাহুল ভাইয়ের সঙ্গে আমার জুটি হয়। সেখান থেকেই একটা বিশ্বাস তৈরি হয়েছিল যে আমরা পারব। আমাদের জুটির পরেই বুঝে গিয়েছিলাম, এই টেস্ট বাঁচিয়ে ফেলব। চতুর্থ দিনের শুরুতে যে জায়গায় ছিলাম সেখান থেকে ড্র করতে পেরে আমি খুব, খুব খুশি।”
চলতি সিরিজ়ে নিজের চার নম্বর শতরান করেছেন শুভমন। তার মধ্যে একটা দ্বিশতরান। কিন্তু তার পরেও শুভমন জানিয়েছেন, ম্যাঞ্চেস্টারে খেলা ১০৩ রানের ইনিংস তাঁর কেরিয়ারের সেরা। তিনি বলেন, “এটা আমার খেলা সেরা ইনিংস। এই ইনিংস খেলে আমি স্বস্তি পেয়েছি।”
শুভমন ও রাহুল আউট হওয়ার পরে আবার সুযোগ পেয়েছিল ইংল্যান্ড। কিন্তু জাডেজা ও ওয়াশিংটনের জুটি ভাঙতে পারেননি বেন স্টোকসেরা। দুই অলরাউন্ডারের প্রশংসা শোনা গিয়েছে অধিনায়কের গলায়। শুভমন বলেন, “যখন জাড্ডু ভাই ও ওয়াশিংটন ব্যাট করছিল, তখনও পরিস্থিতি সহজ ছিল না। বল কিছু না কিছু করছিল। কিন্তু যে ভাবে ওরা ঠান্ডা মাথায় ব্যাট করল, ওই পরিস্থিতি থেকে শতরান করল, তাতে এই টেস্টের মান অনেক বেড়েছে।”
আরও পড়ুন:
তাঁদের এই দলকে সেরার তকমা দিয়েছেন শুভমন। তাঁর মতে, এই টেস্টে সেটা প্রমাণ হয়ে গিয়েছে। শুভমন বলেন, “১৪৩ ওভার ধরে একই মানসিকতা নিয়ে খেলা সহজ নয়। এটাই একটা ভাল দল ও একটা সেরা দলের তফাত গড়ে দেয়। এই টেস্টে আমরা প্রমাণ করে দিয়েছি যে আমাদের এই দল সেরা।”
ভারতের ড্রয়ে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন ওয়াশিংটন। টেস্ট কেরিয়ারে নিজের প্রথম শতরান করেছেন তিনি। নিজের শতরান পরিবারকে উৎসর্গ করেছেন ভারতীয় ক্রিকেটার। এই জয় তাঁদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। ওয়াশিংটন বলেন, “পিচ থেকে স্পিনারেরাও সুবিধা পাচ্ছিল। তাই আমরা ঠিক করেছিলাম, শুধু বল দেখে সেই অনুযায়ী খেলব। এই ম্যাচ যে ড্র করতে পেরেছি তাতে আমি খুব খুশি। আমরা বাড়তি আত্মবিশ্বাস পেয়েছি।”