Advertisement
০৩ মে ২০২৪
Dhruv Jurel

ম্যাচের সেরার মুখে এক জনেরই নাম, কাকে সব কৃতিত্ব দিচ্ছেন ভারতের ‘নতুন ধোনি’

কেরিয়ারের দ্বিতীয় টেস্টেই ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন। সবার নজর কেড়েছেন ধ্রুব জুরেল। ম্যাচের সেরা হওয়ার পরে শুধু এক জনেরই নাম জুরেলের মুখে। কে তিনি?

cricket

ধ্রুব জুরেল। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৯ ফেব্রুয়ারি ২০২৪ ১১:১৬
Share: Save:

কেরিয়ারের শুরুর দিকে দলগত সাফল্যের সময় তিনিই ছিলেন দলের কোচ। আবার জাতীয় দলের হয়ে কেরিয়ারের শুরুতে ব্যক্তিগত সাফল্যের সময়ও তিনিই দলের কোচ। তাই অন্য কারও নাম মাথায় আসছে না ধ্রুব জুরেলের। রাঁচীতে চতুর্থ টেস্টে ম্যাচের সেরা হওয়ার পরে একমাত্র রাহুল দ্রাবিড়ের কথাই ভাবছেন তিনি।

কেরিয়ারের দ্বিতীয় টেস্টেই ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন। সবার নজর কেড়েছেন ধ্রুব জুরেল। রাঁচী টেস্টের পরে এক্স হ্যান্ডলে দ্রাবিড়ের সঙ্গে দু’টি ছবি দিয়েছেন জুরেল। একটি ছবিতে অনূর্ধ্ব-১৯ দলের জার্সিতে। অন্য ছবিটি রাঁচীতে টেস্ট জেতার পরে। ক্যাপশনে জুরেল লেখেন, “জুনিয়র থেকে সিনিয়র, কিন্তু সব সময় এই কিংবদন্তির ছাত্র।”

২০২০ সালে ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলের সহ-অধিনায়ক ছিলেন জুরেল। সেই দল বিশ্বকাপ জিতেছিল। সেই সময় ভারতীয় দলের কোচ ছিলেন দ্রাবিড়। আবার ভারতীয় জার্সিতে জুরেলের অভিষেকের সময়ও কোচ সেই দ্রাবিড়ই। সেই কারণেই হয়তো দলে শুরু থেকেই স্বাভাবিক ভাবে খেলেছেন জুরেল। অতিরিক্ত চাপ নেননি। ম্যাচের সেরা হওয়ার পরে সেই কারণেই হয়তো দ্রাবিড়ের কথা বলেছেন তিনি।

রাঁচীতে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে একটা সময় চাপে পড়ে গিয়েছিল ভারত। ১৭১ রানে ৭ উইকেট পড়ে গিয়েছিল। সেখান থেকে দলকে টেনে তোলেন জুরেল। ৯০ রানের ইনিংস খেলেন তিনি। তাঁর ব্যাটেই প্রথম ইনিংসের ব্যবধান কমে ৪৬ রান হয়। দ্বিতীয় ইনিংসে ১৯২ রান তাড়া করতে নেমে ভারত যখন ১২০ রানে ৫ উইকেট, তখনও শুভমন গিলের সঙ্গে ৭২ রানের জুটি বাঁধেন জুরেল। দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। ম্যাচেও সেরাও হন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dhruv Jurel Rahul Dravid India Cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE