নতুন নিয়ম চালু হচ্ছে গুয়াহাটি টেস্টে। যে সময়ে ক্রিকেটারেরা মধ্যাহ্নভোজের বিরতিতে যান, সেই সময়ে হবে চা বিরতি। পরে হবে মধ্যাহ্নভোজের বিরতি। টেস্টে প্রথম বার এই নিয়ম দেখা যাবে। ক্রিকেটারদের কি মানিয়ে নিতে কষ্ট হবে? তেমনটা মনে করেন না সাই সুদর্শন। মজার জবাব দিয়েছেন তিনি।
সম্প্রচারকারী চ্যানেলে এক অনুষ্ঠানে সুদর্শন জানিয়েছেন, নতুন নিয়মে তাঁর কোনও সমস্যা হবে না। বাকিদেরও দ্রুত মানিয়ে নিতে হবে। সুদর্শন বলেন, “মধ্যাহ্নভোজের বিরতির আগে চা বিরতিতে ব্যক্তিগত ভাবে আমার কোনও সমস্যা নেই। আমি তো মধ্যাহ্নভোজের আগেই চা খাই।” সুদর্শন আরও বলেন, “হ্যাঁ, এটা নতুন নিয়ম। তবে সকলকে দ্রুত মানিয়ে নিতে হবে।”
নতুন নিয়মকে স্বাগত জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ। তিনি বলেন, “আমরা সবে এই নিয়মটা শুনেছি। খুব মজার নিয়ম। কিন্তু সকলকে বুঝতে হবে কেন এই নিয়ম করা হয়েছে। এখানে সূর্যের আলো একটা গুরুত্বপূর্ণ বিষয়। যাতে বেশি ক্ষণ খেলানো যায়, তার জন্যই নতুন নিয়ম। আমাদের তাকে সম্মান জানাতে হবে।”
আরও পড়ুন:
নতুন নিয়ম অবশ্য খুব একটা পছন্দ হয়নি দক্ষিণ আফ্রিকার ব্যাটার এডেন মার্করামের। তাঁর পুরনো নিয়মই পছন্দের। তিনি বলেন, “সত্যি বলতে, আমি এই নিয়মের খুব একটা ভক্ত নই। আমার মতে, টেস্ট সবসময় সকাল ১০টায় শুরু হওয়া উচিত। আগে মধ্যাহ্নভোজের বিরতি, তার পর চা বিরতি হওয়া উচিত। কিন্তু কিছু করার নেই। নতুন নিয়মের সঙ্গে মানিয়ে নিতে হবে।”
ভারতে সাধারণত সকাল সাড়ে ৯টায় খেলা শুরু হয়। কিন্তু গুয়াহাটি দেশের উত্তর-পূর্বে অসমে অবস্থিত। শীতকালে সেখানে সূর্যের আলো কম থাকে। বিকাল ৪টের পর আর খেলা হওয়া কঠিন। তাই খেলার সময় এগিয়ে নিয়ে আসা হয়েছে। খেলা শুরু হবে সকাল ৯টায়। সকাল ১১টায় হবে চা বিরতি। ২০ মিনিটের বিরতির পর ১১.২০ মিনিট থেকে শুরু হবে দ্বিতীয় সেশন। ১.২০ মিনিটে শুরু হবে ৪০ মিনিটের মধ্যাহ্নভোজের বিরতি। দুপুর ২টো থেকে বিকাল ৪টে পর্যন্ত হবে তৃতীয় সেশন।