অবৈধ বেটিং অ্যাপের সঙ্গে যোগ থাকার জন্য শিখর ধাওয়ানকে ডেকে পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তাঁকে সমন পাঠানো হয়েছিল। যে বেটিং অ্যাপের সঙ্গে ধাওয়ান যুক্ত, সেটি আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত বলে জানা গিয়েছে। সরকার সেই অ্যাপটির বিরুদ্ধে তদন্তও করছে। সমন পেয়ে বৃহস্পতিবারই ইডি দফতরে হাজিরা দিলেন ধাওয়ান। সকাল ১১টা নাগাদ ইডি দফতরে যান তিনি।
ধাওয়ান ওই অ্যাপটির প্রচার করতেন বলে জানিয়েছে ইডি। তাই তাঁকে দফতরে ডাকা হয়েছিল এবং তদন্তে যুক্ত হওয়ার অনুরোধ করা হয়েছিল। প্রচার সংক্রান্ত কাজে কী ভাবে তিনি ওই অ্যাপের সঙ্গে যুক্ত ছিলেন তা জানতে চাওয়া হয়েছে।
আর্থিক দুর্নীতি বিরোধী আইনের অধীনে ধাওয়ানকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁর বয়ান নথিবদ্ধ করা হয়েছে। ৩৯ বছরের ভারতীয় ক্রিকেটার বিভিন্ন ভাবে ওই অ্যাপের প্রচার করেছেন। কবে এবং কত টাকার চুক্তি হয়েছিল তা জানতে চাওয়া হয়েছে।
অবৈধ বেটিং অ্যাপ নিয়ে বেশ কয়েক দিন ধরেই তদন্ত করছে ইডি। অনৈতিক ভাবে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করার অভিযোগ রয়েছে এই অ্যাপগুলির বিরুদ্ধে। লক্ষ কোটি টাকার আর্থিক প্রতারণা হয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন:
গত বছর থেকে একাধিক বলিউড এবং দক্ষিণী সিনেমার অভিনেতাদের ডেকেছে ইডি। তার মধ্যে বিজয় দেবরাকোন্ডা, রানা ডগ্গুবাতি, প্রকাশ রাজ, উর্বশী রওতেলারা রয়েছেন। ক্রিকেটারদের মধ্যে রয়েছেন হরভজন সিংহ, সুরেশ রায়নারা। প্রত্যেকেই কোনও না কোনও সময় এই অ্যাপগুলির হয়ে প্রচার করেছেন।