ইংল্যান্ডের বিরুদ্ধে বুধবার অহমদাবাদে শতরান করেন শুভমন গিল। সেই একটি শতরানে একাধিক নজির গড়লেন তিনি। বুধবার শুভমনের ব্যাটে ভর করেই ভারত ৩৫৬ রান তোলে। তাঁর সঙ্গী ছিলেন বিরাট কোহলি (৫২) এবং শ্রেয়স আয়ার (৭৮)। শুভমন ১১২ রান করেন। ভারতীয় ওপেনার শতরানের সঙ্গে আর কোন কোন নজির গড়লেন বুধবার?
দ্রুততম ২৫০০ রান
এক দিনের ক্রিকেটে ২৫০০ রান করে ফেললেন শুভমন। বুধবার সেই রানের মাইলফলক ছুঁতে ২৫ রান প্রয়োজন ছিল। সেই মুহূর্ত স্মরণীয় করে রাখলেন শতরান করে। ২০১৯ সালে এক দিনের ক্রিকেটে অভিষেক হয়েছিল শুভমনের। বুধবার ছিল তাঁর ৫০তম এক দিনের ম্যাচ। বিশ্বের দ্রুততম ব্যাটার হিসাবে ২৫০০ রানের গণ্ডি পার করলেন তিনি। ভেঙে দিলেন হাসিম আমলার রেকর্ড। তিনি ৫৩ ম্যাচে ২৫০০ রানের গণ্ডি পার করেছিলেন।
আরও পড়ুন:
অহমদাবাদে নজির
অহমদাবাদে ষষ্ঠ শতরান শুভমনের। এর আগে ভারতের হয়ে টেস্ট এবং টি-টোয়েন্টি ক্রিকেটে এই মাঠে শতরান করেছিলেন তিনি। এ বার এক দিনের ক্রিকেটেও করলেন। তিন ধরনের ক্রিকেটেই একই মাঠে শতরান করার নজির খুব বেশি ব্যাটারের নেই। ফ্যাফ ডুপ্লেসি (জোহানেসবার্গ), ডেভিড ওয়ার্নার (অ্যাডিলেড), বাবর আজ়ম (করাচি) এবং কুইন্টন ডি’কক (সেঞ্চুরিয়ান) এই নজির গড়েছিলেন। সেই তালিকায় এ বার নাম উঠল শুভমনের। আইপিএলেও এই মাঠে শতরান করেছিলেন তিনি।
৫০তম ম্যাচে শতরান
এক দিনের ক্রিকেটে সপ্তম শতরান করলেন শুভমন। এর আগে কোনও ব্যাটার এক দিনের ক্রিকেটে এত কম ম্যাচ খেলে সাতটি শতরান করেননি। বুধবার ৯৫ বলে শতরান করেন তিনি। প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে ৫০তম ম্যাচে শতরান করলেন শুভমন।